শুক্রবার, ৩০ মার্চ, ২০১২

টেকনাফে কালভার্ট ভেঙ্গে ট্রাক খাদে

॥ মহসীন শেখ ॥ 
টেকনাফে কালভার্ট ভেঙ্গে ইট বোঝাই ট্রাক খাদে পড়েছে। এতে একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার
হ্নীলা-বাহারছরা সড়ক দিয়ে ইট বোঝাই ট্রাক (চট্টমেট্রো ট-১১-৩৫৯৪) পশ্চিম পানখালী গফুর মিয়ার বাড়ী সংলগ্ন কালভার্ট পার হওয়ার সময় পিছনের বাম চাকা কালভার্ট ভেঙ্গে দেবে গিয়ে খাদে পড়ে যায়। এতে মঞ্জুর আলম(৩২) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...