বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

রামুতে কলেজ ছাত্রীর সম্ভ্রমহানীর চেষ্টায় সিএনজি চালকের ৪ মাসের সাজা

॥ মিজানুল হক,রামু ॥
কক্সবাজারের রামুতে কলেজ ছাত্রী উত্তক্ত ও সম্ভ্রমহানীর চেষ্ঠায় আটক এক সিএনজি চালককে ৪মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদলত। সাজাপ্রাপ্ত সিএনজি চালক আব্দুল মান্নান (২৩) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত কবির আহাম্মদের পুত্র । জানা গেছে, গত ২৮ মার্চ বিকাল ৫টার
দিকে রামু চৌমুহনী ষ্টেশনে স্থানীয় জনতা আটকের পর তাকে রামু থানা পুলিশের হাতে তুলে দেয়।
কালেজ ছাত্রী জানান, সে রামু ডিগ্রী কলেজের এইচ.এস.সি ২য় বর্ষের ছাত্রী। গত বুধবার সকাল ৯টায় সে নিজ বাড়ি নাইক্ষ্যংছড়ি থেকে এইচ.এস.সি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করতে নাইক্ষ্যংছড়ি ষ্টেশন থেকে সিএনজি চালক মান্নানের গাড়িতে করে রামু কলেজে আসে। কলেজের প্রয়োজনীয় কাজ শেষে সে বাড়ি ফিরতে রামু কলেজ গেইট সংলগ্ন বাইপাসে একটি গাড়িতে উঠার সয়ম আগে থেকে দাঁড়িয়ে থাকা সিএনজি চালক মান্নান তাকে কৌশলে আবারো তার গাড়িতে তুলে নেয়। এদিকে ওই কলেজ ছাত্রীকে সিএনজিতে তোলার পর নাইক্ষ্যংছড়ির দিখে না নিয়ে দ্রত গতিতে কক্সবাজার নিয়ে গিয়ে বিভিন্ন প্রকার কূপ্রস্তাব দেয়। এই সময় কলেজ ছাত্রী গাড়িতে ব্যাপক কান্না কাটি করলে সিএনজি ড্রাইভার অবস্থা বেগতিক দেখে পুনরায় তাকে রামুতে নিয়ে আসে। সিএনজি রামু বালিকা বিদ্যালয়ের সামনে পৌছালে কলেজ ছাত্রী কৌশলে গাড়ি থেকে নেমে বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা লম্পট সিএনজি চালক মান্নানকে আটক করে রামু থানা পুলিশের হাতে  সোপর্দ করে। এদিকে  রামু থানার এস আই মিজান  আটক সিএনজি চালককে রামু ভ্রাম্যমান আদালতে প্রেরন করলে রামু উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শহীদ মোহাম্মদ ছাইদুল হক  কলেজ ছাত্রীকে উত্তক্ত ও সম্ভ্রমহানীর চেষ্ঠার দায়ে সিএনজি চালক মান্নান কে ৪ মাসের সাজা প্রদান করেন। আটক কৃত সিএনজিটি কাগজ পত্র যাচাই বাচাই করে মালিকের হাতে তুলে দেয়ার নির্দেশ দেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...