বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

কক্সবাজারে শিবিরের সাবেক নেতৃবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান বলেছেন, শিবিরের সাবেক নেতৃবৃন্দদেরকে বৃহত্তর ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। সুখী সুন্দর বাংলাদেশ গডতে বলিষ্ট ভুমিকা রাখতে হবে। জেলা আমীর শাহজাহান গত ২৮ মার্চ
জেলা জামায়াতের উদ্দোগে শিবিরের সাবেক সদস্য সাথীদের এক প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।কেন্দ্রিয মজলিশে শুরা সদস্য এড;ছালামতুল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্রগ্রাম দক্ষিন জেলা আমীর জাফর সাদেক।বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী জিএম রহিমুল্লাহ, এ্যাসিসটেন্ট সেক্রেটারী এড;ফরিদউদ্দিন ফারুকী,ঝিলংজা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর,ককসবাজার শহরের সাবেক আমীর ও জেলাকর্মপরিষদ সদস্য শামশুলআলম বাহাদুর,জেলা প্রচার সেক্রেটারী আবু হেনা মোস্তফা কামাল শহর আমীর অধ্যাপক আবু তাহের চৌং,সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে জনাব জাহাংগীর কাসেম,অধ্যক্ষ ছৈয়দুলহক সিকদার,গোলাম কবির,এড:আব্দুল বারী, মনসুর আলম,মাষ্টার ওবাইদ প্রমুখ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...