বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

রামুতে নকল ঔষধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

॥ রামু নিউজ রিপোর্ট ॥ 
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকায় নকল ঔষধ বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে।  গতকাল বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই জরিমানা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল
হক। জানা গেছে, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার মোস্তাক আহম্মদের দোকানে ধানের পোকা মারার নকল ঔষধ বিপনন করতে জান, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের করিম সিকদার পাড়া’র দিল মোহাম্মদের পুত্র মোস্তাক আহমদ (৪৫)। খবর পেয়ে, মঙ্গলবার বিকালে রামু উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের লোকজন ধানের পোকা মারার নকল শার্পার ঔষধসহ রামু রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়া বাজারের এভারগ্রীন এগ্রো সার্ভিসের মোস্তাক আহম্মদকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।
     উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট, ইউএনও শহীদ মোহাম্মদ ছাইদুল হক জানান, নকল ঔষধ বিক্রির দায়ে মোস্তাক আহম্মদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...