বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

চট্রগ্রাম মহাসমাবেশে যোগদানকৃত সবচেয়ে বড় মিছিলের মধ্যে কমলের নেতৃত্বাধীন মিছিলটি নজর কেড়েছে

॥ হাসান তারেক মুকিম ॥ 
চট্রগ্রামে মহাসমাবেশে জননেত্রী শেখ হাসিনার সফরকে সফল ও সার্থক মন্ডিত করার লক্ষ্যে চট্রগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে গতকাল ২৮ মার্চ সকাল থেকে মিছিলে মিছিলে হাজার হাজার নেতা কর্মী পোলগ্রাউন্ড মাঠের মহাসমাবেশে যোগদান করেছে তৎমধ্যে কক্সবাজার জেলা থেকে সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বাধীন মিছিলটিই সমাবেশের সবচেয়ে বড় মিছিল হিসাবে যোগদানকৃত নেতাকর্মীদের নজর কেড়েছে। জানা যায়,
চট্রগ্রামের আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিলের মাধ্যমে বিশাল জনসমাগম ঘটালেও কক্সবাজার-৩ আসনের মহাজোট মনোনীত প্রার্থী ও সোনালী ব্যাংক লিঃ এর পরিচালক সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে এক যোগে সমবেত বিশাল মিছিলটি সবচেয়ে বড় মিছিল হিসাবে সমাবেশে আসা নেতাকর্মীদের নজর কাড়ে। এব্যাপারে সাইমুম সরওয়ার কমল জানান, মহাসমাবেশে যোগদান উপলক্ষে গত কয়েকদিন ধরে কক্সবাজার-সদর ও রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেছিলেন। এছাড়া মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত  কক্সবাজার-সদর  ও রামুর প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে চট্রগ্রাম মেরিডিয়ান রেষ্টুরেন্টে  প্রস্তুতি সভা করেছিলেন। এর ফলপ্রসু হিসাবে এ বিশাল মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দিতে পেরেছেন বলে জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...