বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

২১ আগস্ট গ্রেনেড মামলা : তারেকের বিচার শুরু

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত হত্যা ও বিষ্ফোরক মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৫২ আসামির বিচার আজ শুরু হয়েছে। মামলার সাক্ষ্য দিতে ২৫ মার্চ সরকার দলীয় সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীরকে তলব করে সমন পাঠানো
হয়েছে। মহিউদ্দিন খান আলমগীরের রাজধানীর বনানী এবং চাঁদপুরের কচুয়ার ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়। তিনি গত বছরের ৩ জুলাই আদালতে দাখিল করা সম্পূরক চার্জশিটের এক নম্বর সাক্ষী। সম্পূরক চার্জশিটে মহিউদ্দিন খান আলমগীর ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৩ জন সাক্ষী রয়েছেন। তারেক রহমানসহ মামলার পলাতক ১৫ আসামির জন্য রাষ্ট্রীয় খরচে গতকাল আইনজীবী নিয়োগ করেছে সরকার। মামলায় আজ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য্য ছিল।
গত ১৮ মার্চ হত্যা মামলায় তারেক রহমানসহ সম্পূরক চার্জশিটের ৩০ আসামির সবার বিরুদ্ধে ও বিষ্ফোরক মামলায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাকি ২২ আসামির বিরুদ্ধে পূর্বেও করা অভিযোগই বহাল রাখা হয়েছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী আদালতে এর বিচার চলবে। সংশ্লিষ্ট আদালতের বিচারক শাহেদ নুর উদ্দিন বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন। গত বছরের ৩ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অতিরিক্ত আরো ৩০ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট দাখিল করেন। আগের চার্জশিটে আসামির সংখ্যা ছিলো ২২ জন। সম্পূরক চার্জশিটসহ বর্তমানে এ মামলার আসামি ৫২ জন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন। সাবেক বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিত নেতাকর্মী। এ ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক ৩টি এজাহার দায়ের করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...