বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

সেমি ফাইনালে ঈদগাঁও: মাঠ কাপাঁলো বিদেশী ও জাতীয় দলের ফুটবলাররা

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥ 
নাইজেরিয়ান ও জাতীয়দলের ফুটবলারদের অসাধারাণ ক্রীড়া নৈপূন্যের কাছে হার মানলো জালালাবাদ। ২৮ মার্চ পড়ন্ত বিকেলে ঈদগাঁও হাইস্কুল মাঠে জালালাবাদকে ধরাশায়ী করে সেমি ফাইনালে উঠে ঈদগাঁও। বৃহত্তর ঈদগাঁও ক্রীড়া সংস্থা আয়োজিত ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের খেলায় ৩-১ গোলে জয় পরাজয়ের এ ঘটনা ঘটে। বিজয়ী ঈদগাঁও দলের পক্ষে নাইজেরিয়ান আলোচিত সহোদর ফুটবলার ‘নাস’ ও ‘হ্যারি’ এবং জাতীয় দলের কয়েক জন খেলোয়াড় অংশ নেয়। খেলার ৫ মিনিটের মাথায় ঈদগাঁও ইউনিনের হয়ে অংশ নেয়া জাতীয় ফুটবলার মিন্টু প্রথম গোলটি করে। দ্বিতীয় গোলটি করে একই দলের সুমন এবং শেষ গোলটি করে উক্ত দলের নাইজেরিয়ান খেলোয়াড় ‘নাস’। দর্শকভর্তি  মাঠে তীব্র আক্রমণ-পাল্টা আক্রমণের এক পর্যায়ে দ্বিতীয়ার্ধে জালালাবাদ ১ টি গোল পরিশোধ করতে সক্ষম হয়। খেলা পরিচালনা করেন রেফারী আবুল কাসেম। ধারাভাষ্যকার ছিলেন সাকলাইন মোস্তাক ও মোহাম্মদ ইব্রাহিম। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, মান্যগণ্য সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এ খেলা উপভোগ করেন। বিজয়ীদলের সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। আজ মাঠে নামবে ডুলাহাজারা কলেজ খেলোয়াড় সমিতি ও বাঁশকাটা ক্রীড়া সংস্থা।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...