॥ রামু নিউজ ডেস্ক ॥
অ্যাবোটাবাদ থেকে আটক ওসামা বিন লাদেনের বিধবা স্ত্রীকে ছেড়ে দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেন। অ্যাবোটাবাদে লাদেনের গোপন আশ্রয়স্থলে মার্কিন অভিযানের সময় তার ইয়েমেনি বংশোদ্ভুত স্ত্রী আমাল আল সাদেহ পায়ে গুলিবিদ্ধ অবস্থায় চার শিশু সন্তানসহ পাকিস্তানি
কর্তৃপক্ষে হাতে আটক হন।ইয়েমেনের কর্তৃপক্ষ দাবি করেছে আমাল আর সাদেহ এবং তার সন্তানেরা পাকিস্তানে কোনো অপরাধ করেনি। অবিলম্বে তাদেরকে মুক্তি দিয়ে ইয়েমেনে ফেরত পাঠানোর জন্যও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনি কর্তৃপক্ষ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসের প্রথম দিকে বলেছিলেন, পাকিস্তানের হাতে আটক আমাল আল সাদেহসহ বিন লাদেনের তিন স্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানে অবৈধভাবে প্রবেশ এবং বসবাসের অভিযোগ আনা হতে পারে। এদিকে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল কিরবি বলেন, ‘আমরা অব্যাহতভাবে তাকে ইয়েমেনে ফিরিয়ে দেওয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছি। আমরা তার শিশু সন্তানদের ভালো মন্দের ব্যাপারেও উদ্বিগ্ন। বাবার অপরাধের কারণে এই শিশুদের শাস্তি দেওয়া উচিত হবে না।’
এদিকে ইয়েমেনে অবস্থানরত আমাল আল সাদেহ’র আত্মীয়রা দাবি করে পাকিস্তানে তার প্রবেশ বৈধ ছিল। সানায় বসবাস করা আমালের ২৭ বছর বয়সী চাচাতো ভাই হামিদ আল সাদেহ জানান আমাল তার বড় ভাইয়ের সঙ্গে বৈধ পাসপোর্ট ব্যবহার করেই ২০০০ সালে সানা থেকে করাচিতে আসেন।
ইয়েমেনের রাজধানী সানাতে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা হামিদ এ সময় অভিযোগ করেন যে পাকিস্তানে আমালকে তার চার সন্তানসহ একটি ভূগর্ভস্থ কক্ষে আটকে রাখা হয়েছে। ইয়েমেনের মানবাধিকার বিষয়ক মন্ত্রী হুরিয়া মাশহোর বলেন, আমাল পাকিস্তানে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। তিনি অবিলম্বে তাদের মুক্তি দিয়ে ইয়েমেনে ফেরত পাঠানোর জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।