বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

৩০মার্চ পাবলিক হল ময়দানে ইসলামী মহাসম্মেলন সফল করতে রামু ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আহবান

॥ প্রেস বিজ্ঞপ্তি ॥ 
হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আগামী ৩০মার্চ, জুমাবার পাবলিক হল ময়দানে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী,
সহ-সভাপতি এম. নুরুল হক চকোরী, মুফতি কামাল হোছাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল আবছার, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুবিনুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক এম. আব্দুল গফ্ফার নাছের প্রমূখ। নেতৃবৃন্দ উক্ত ইসলামী মহাসম্মেলনে ধর্মপ্রাণ জনতাকে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত্ব আহ্বান জানান।



এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...