বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১২

টেকনাফে ইয়াবা-মদসহ আটক-১

॥ নিজস্ব প্রতিবেদক, টেকনাফ ॥ 
টেকনাফে ইয়াবা-মদ সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জানা গেছে, গত ২৮ মার্চ বিকাল ৩টার দিকে হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট বিওপি’র কোম্পানি কমন্ডার নুরুল আমিনের নেতৃত্বে
বিজিবি জওয়ানরা কক্সবাজারগামী মাক্রোবাসে (চট্রমেট্রো-১১-৪৫০২) তল্লসি চালিয়ে ৯৮ পিচ ইয়াবাসহ হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকার মোঃ নুরুল আলমের পুত্র মোঃ ছিদ্দিককে (২৫) আটক করে।অপরদিকে ২৮ মার্চ ভোররাত ১ টার দিকে হ্নীলা বিওপি’র কোম্পানী কমন্ডার জজ মিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানরা হ্নীলা ২ নং স্লুইশ গেইট সীমান্ত পয়েন্টে  অভিযান চালিয়ে পরিতাক্ত অবস্থায় ৯ হাজার টাকা মূল্যমানের ৬ বোতল রাম মদ জব্দ করে। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমন্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...