শনিবার, ৩১ মার্চ, ২০১২

রামুর হাইটুপিতে সমাজ কমিটি গঠিত : শামীম আহসান ভুলু সভাপতি,সজল বড়ুয়া সম্পাদক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ 
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামের সমাজ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক শামীম আহসান ভুলুকে সভাপতি এবং রামু চৌমুহনী ক্ষুদ্র বণিক সমিতির সাধারণ সম্পাদক সজল বড়ুয়াকে গ্রামবাসির সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে এক সভা গত শুক্রবার রাতে পাড়ার মুরব্বী হিমাংশু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় শিক্ষার হার বৃদ্ধিসহ গ্রামের নানাবিধ উন্নয়নকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সুবল বড়ুয়া,শিবু বড়ুয়া,অন্জন বড়ুয়া,মংক্য রাখাইন, উথোয়েনছি রাখাইন,মো. ফরহাদ,সাধন বড়ুয়া, তাপস বড়ুয়া,পূর্ণধন বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহসভাপতি মংক্য রাখাইন,উথোয়েনছি রাখাইন,সহ সাধারণ সম্পাদক মো. ফরহাদ,সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া বাধু, অর্থ সম্পাদক তাপস বড়ুয়া, প্রচার সম্পাদক সাগর বড়ুয়া,দপ্তর সম্পাদক পূর্ণধন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক সুজন বড়ুয়া,নির্বাহী সদস্য বিজন বড়ুয়া,চম্পক বড়ুয়া জুয়েল, সুমল বড়ুয়া,কংকেশ বড়ুয়া, ভোলা দাশ,নিয়াজা রাখাইন,নিবু বড়ুয়া,আবুমং রাখাইন,বাইস রাখাইন প্রমুখ। এছাড়াও কার্যনির্বাহী কমিটিকে আরও শক্তিশালী করতে পরবর্তী সভায় আরও নতুন সদস্য সংযোজনের সিদ্বান্ত গ্রহন করা হয়।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...