শনিবার, ৩১ মার্চ, ২০১২

বাংলাদেশ প্রিমিয়ার ব্যাংক চ্যাম্পিয়নশীপ লীগ-কক্সবাজার ভেন্যু : সিলেট বিয়ানী বাজার ও ঢাকা উত্তরা বারিধারা ক্লাবের খেলা ১-১ গোলে ড্র

॥মহসীন শেখ, কক্সবাজার॥ 
বাংলাদেশ প্রিমিয়ার ব্যাংক  চ্যাম্পিয়নশীপ লীগের ২য় রাউন্ডের প্রথম খেলা ১-১ গোলে ড্র হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় কক্সবাজার শহীদ বীরশ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় মুখোমুখি
হয় সিলেট বিয়ানী বাজার স্পেটিং কাব ও ঢাকা উত্তরা বারিধারা ক্লাব।
খেলার প্রথমার্ধে দু’দলের খেলোয়াড়রা বল জালে পাঠানের প্রাণপণ চেষ্টা প্রতিহত হয় বার বার। গোলও আসে দু’দলের পক্ষে দু’টি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস রেপরির ভয়ংকর বাশিতে ওই গোল দুটিই অপসাইডের ফাঁদে পড়ে যায়। ফলে প্রথমার্ধে কোন দলের ভাগ্যে গোল জুটেনি।
এরপর দ্বিতীয়র্ধের খেলা শুরু হলে সিলেট বিয়ানী বাজার ও উত্তরা বারিধারার মধ্যে চলতে থাকে টান টান লড়াই আর উত্তেজনা। এ লড়াইয়ে ২য় আর্ধের ১৭ মিনিটে প্রত্যাশার গোলের প্রথম বলটি প্রতিপরে জালে পাঠান বিয়ানি বাজারের ১১ নং জার্সী পরিহিত খেলোয়াড় নজরুল ইসলাম। এরপর গোল পরিশেধে প্রতিশোধের নেশায় পাল্টা আক্রমন করতে  থাকে বারিধারা ক্লাব। তারা লক্ষেও পৌঁছে ঠিকই। প্রথম গোলের ঠিক ১০ মিনিট পর একমাত্র গোলটি পরিশোধ করে দেন উত্তরা বারিধারা কাবের ২০ নং জার্সী ধারী স্টাইকার সুমন।  একে একে জয়ের প্রত্যাশায় কেটে গেলো হাতে থাকা সব সময়। হঠাৎ কানে বেজে উঠে রেপরির শেষ বাশি আর এতেই  খেলা শেষ। ফলাফল দু’দল ১-১ গোলে ড্র। পয়েন্টও পেলো ১-১ করে। এরই মধ্যে উত্তরা বারিধারা কাবের ১০ নং জার্সিধারী খেলোয়াড় মুহাম্মদ জীবন ও সিলেট বিয়ানি বাজার স্পোটিং কাবের ২৮ নং জাসি পরিহিত খেলোযাড় ফাহাদ হোসেন সাজিমের কপালে সইতে হয় লাল কার্ড।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...