রবিবার, ১ এপ্রিল, ২০১২

কক্সবাজারের ঐতিহাসিক জেলে পার্ক ময়দানটি ভূমিদস্যুদের দখলে

॥ক্রাইম রিপোর্টার॥
কক্সবাজারের বহু ইতিহাসের চিহ্ন ও কালের সাক্ষী ঐতিহাসিক জেলে পার্ক মাঠটি গিলে খাচ্ছে ভূমিদস্যুরা। জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারী বহু কর্তাদের সামনেই মাঠটি দখল হয়ে গেলে সম্পূর্ণভাবে নিরবতা পালন করছেন তারা। বিভিন্ন সময় ক্ষমতার পট পরিবর্তন হলে সরকারী দলের চিহ্নিত কিছু ভূমিদস্যুরা ওই মাঠটির পূর্ব পাশের বিশাল অংশ দখল করে তার মোটা অংকের টাকার বিনিময়ে হাত বদল করে আসছে। বর্তমান সরকারের আমলেও তার বিপরীত হয়নি মোটেও। তাতীলীগ কেন্দ্রীয় কমিটি যুগ্ন আহ্বায়ক ও কক্সবাজার সমবায় সমিতির ডাইরেক্টর সাধনা দাশ গুপ্ত’র ছেলে পাপ্পুর নেতৃত্বে ৮/১০ জন যুবক গত এক মাস ধরে প্রকাশ্যে জেলে পার্ক মাঠের পূর্ব পাশের বিশাল জমি দখল করে সেখানের দালান নির্মাণ কাজ চালানো হচ্ছে। এর ঠিক উত্তর পাশে যুবদলের এক কর্মী একই ভাবে মাঠ দখল করে সেখানে গড়ে তুলেছে টমটমের গ্যারেজ। সেখানে তৈরী করা হচ্ছে কটেজ। ওই সিন্ডিকেটটি ক্ষমতার জোরেই ঐতিহাসিক মাঠটির একাংশ দখল করে নিয়েছে বলে স্থানীয় এলকাবাসীর অভিযোগ।

সরেজমিন গিয়ে দেখা গেছে, পুরাতন ঝিনুক মার্কেটের দক্ষিণ পার্শ্বে এবং জেলে পার্ক মাঠের দক্ষিণ পাশের একটি অংশ দখল করে সেখানে তৈরী করা হয়েছে বিশাল একটি টমটমের গ্যারেজ। সেখানে দায়িত্বে থাকা আব্দুস সালাম নামের যুবকের সাথে আলাপ করা হলে স্থানীয় জেলা যুবদল নেতা ফরিদ গ্যারেজটির মালিক বলে সে জানায়। তবে যুবদল নেতা ফরিদের সাথে আলাপ করলে ওই জমিটি খতিয়ান ভূক্ত এবং প্রকৃত মালিকের কাছ থেকেই ক্রয় করা হয়েছে বলে জানান তিনি। গ্যারেজটির লাগোয়া ঠিক দক্ষিণ পাশে ইট, কংক্রিট, সিমেন্ট, রড় ও বালি দিয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল একটি দালান। সেখানে উপস্থিত কেন্দ্রীয় তাতীলীগের যুগ্ন আহ্বায়ক সাধনা দাশ গুপ্ত’র ছেলে ৩নং ওয়ার্ড আঃলীগ নেতা পরিচয়দানকারী পাপ্পু দাশ গুপ্তসহ তার সঙ্গে থাকা কয়েকজন যুবকের সাথে কথা বললে তারা জানায়, জমিটি তারা এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছে। গত এক মাস পূর্বে ওই পাপ্প একই ভাবে শহরের লালদীঘির পাড়স্থ ইডেন গার্ডেন’র নীচের একটি দোকান করতে গেলে পুলিশের হস্তক্ষেপে সেসময় দখলে ব্যর্থ হয় সে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক বলেন, কিছুদিন পূর্বে আওয়ামীলীগ পরিবারের সদস্য কাজল পাল নামের শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর মালিকানাধীন ইডেন গার্ডেনের নীচে একটি দোকান দখলের চেষ্টা চালিয়েছে ওই পাপ্পু। ক্ষমতাশীন দলের পরিচয়ে একই ভাবে ঐতিহাসিক জেলে পার্ক দখলের বিষয়টি খুবই দূঃখজনক। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকেই সুবিধাবাদী একটি ভূমিদস্যু সিন্ডিকেট একের পর এক দখলবাজি চালিয়ে যাচ্ছে। যা আওয়ামীলীগসহ সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। তিরি আরও বলেন, দখলবাজরা এতই বেপরোয়া যে, কালের সাক্ষি ঐতিহাসিক জেলে পার্ক মাঠটিও দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে ওই মাঠে জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেতারা সভা করেছেন। শুধু তাই নয় কক্সবাজার আওয়ামীলীগের কান্ডারী জেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোজাম্মেল হকসহ নামকরা অনেক নেতার নামাজে যানাজাও অনুষ্ঠিত হয়েছে ওই মাঠে। তিনি অবিলম্বে ওসব দখলবাজি বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আহমদ হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি কোন দখলবাজের পক্ষে নেই বলে জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...