॥নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও॥
কক্সবাজারের
জালালাবাদে পুকুরে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে । ৩১ মার্চ সকালে
মোহনভিলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে । এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায় ,
মোহনভিলার দিনমজুর মোহাম্মদ ঈসমাইলের পুত্র তাওহিদুল ইসলাম (৪) ও তার সহোদর
আবদুল গণির পুত্র মোঃ জাহেদ (৪) শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে অন্যান্য
ছেলেদের সাথে বাড়ির পার্শ্বস্থ পুকুর পাড়ে খেলা করছিল । এক পর্যায়ে
শিশু ২ টি পুকুর ডুবে যায় । কিছুক্ষণ পর মুমুর্ষূ অবস্থায় তাদের উদধার
করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় । স্থানীয় মেম্বার খলিলুর
রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন । তাদের অকাল মৃত্যূতে পরিবার দু টিতে
শোকের মাতম চলছে ।