রবিবার, ১ এপ্রিল, ২০১২

রামুতে এইচএসসি ও কারিগরী পরীক্ষায় ২ জন অনুপস্থিত

॥ আল মাহমুদ ভূট্টো ॥
এবারের এইচএসসি পরীক্ষায়  রামু ডিগ্রী কলেজ কেন্দ্রে ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের মোট ২৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। যার মধ্যে নিয়মিত ২০০ জন এবং অনিয়মিত ৪০ জন।  গতকাল রবিবার (১ এপ্রিল) প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ২১৭ জনের মধ্যে ২১৬ জন উপস্থিত রয়েছে। এক জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এছাড়া রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রামু ডিগ্রী কলেজের ব্যবসায় ব্যবস্থাপনা শাখার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। গতকাল সকালে দ্বিতীয় বর্ষ সমাপনী পরীক্ষায় (বাংলা- ২)  ৮৫ জন পরীক্ষার্থী এবং বিকালে  প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় (বাংলা- ১) পরীক্ষায় ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। অনুপস্থিত ছিল ১ জন। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক রামুর দুইটি কেন্দ্র পরিদর্শনে করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...