রবিবার, ১ এপ্রিল, ২০১২

কক্সবাজারে নবজাতকের লাশ উদ্ধার

॥ মহসীন শেখ,কক্সবাজার ॥ 
কক্সবাজার শহরের বিডিআর ক্যাম্প ব্রীজের নীচ থেকে এক নব জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার সকালে কক্সবাজার সদর মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) বাবুল আজাদ নবজাতকের
লাশটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধারের পর কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পৌরসভার মাধ্যমে দাফন করা হয়েছে। উদ্ধারকৃত নবজাতক ছেলে সন্তানটির বয়স আনুমানিক ১ থেকে ২ দিন হতে পারে  বলেও পুলিশ জানায়।
স্থানীয় এলাকাবাসী জানান, রবিবার ভোর থেকে ওই নবজাতকের লাশটি ব্রীজের নীচে পড়ে থাকতে দেখা গেছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...