॥ রামু নিউজ রিপোর্ট ॥
কক্সবাজারের পর্যটন স্পট দরিয়া নগর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের সন্ধান মিলেছে। সে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদর পাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র। তার নাম জহির আলম (১৭)। নিহত যুবকের বড় ভাই মোঃ ইদ্রিস সওদাগর জানান,
গত ২৮ মার্চ বুধবার সকাল ৭ টার দিকে জহির আলম নিজের কেনা পাওয়ার বাইক (টমটম) নিয়ে বের হয়ে আর বাড়ী ফিরেনি। অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে পরদিন রামু থানায় সাধারণ ডাইরী করেন। কক্সবাজারের পর্যটন স্পট দরিয়া নগর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের সন্ধান মিলেছে। সে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহমদর পাড়ার মৃত ইয়াকুব আলীর পুত্র। তার নাম জহির আলম (১৭)। নিহত যুবকের বড় ভাই মোঃ ইদ্রিস সওদাগর জানান,
চাকমারকুল ইউনিয়নের ইউপি সদস্য মৌলানা শফি উল্লাহ জানান, ৩১ মার্চ সকালে কক্সবাজারের দরিয়া নগর এলাকা থেকে পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠালে খবর পেয়ে জহির আলমের নিকটাত্নীরা লাশ সনাক্ত করে। ১মার্চ সকাল ১০টায় মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। তিনি আরো জানান, নিহত জহির আলম একই ইউনিয়নের মোহাম্মদপুরা নয়াপাড়া এলাকার মৃত সুলতান আহমদ ও আমিনা খাতুনের একমাত্র সন্তান। পরবর্তীতে সে শাহমদর পাড়ার মৃত ইয়াকুব আলীর কাছে লালন-পালন হয়ে আসছিল। সন্ত্রাসীরা তাকে খুন করে তার চালিত টমটম গাড়ীটিও ছিনতাই করে বলে তিনি জানান।