রবিবার, ১ এপ্রিল, ২০১২

গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে ড. ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটির প্রস্তাব নাকচ

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন কাউকে নিয়োগ দিতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমডি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুসন্ধান কমিটির প্রস্তাব নাকচ করে দিয়েছে সরকার।
আজ শনিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে এক বৈঠকের পর
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের কাছে সরকারের এ মনোভাব জানান। মুহিত বলেন, গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ব্যাংকের নতুন এমডি নিয়োগ দেওয়ার জন্য ড. ইউনূসের নেতৃত্বে একটি অনুসন্ধান কমিটি করার প্রস্তাব দিয়েছেন। তবে সরকার এই প্রস্তাবে ‘কোনোভাবেই’ রাজি নয় জানিয়ে মুহিত বলেন, “নতুন এমডি মনোনয়নের ক্ষেত্রে সাবেক এমডির (ইউনূস) কোনো ভূমিকা থাকা উচিৎ নয়। এ ব্যাপারে এটাই সরকারের দৃষ্টিভঙ্গি।”
অর্থমন্ত্রী আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা হয়েছে। ভালো কেউ যাতে এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাষ্ট্রদূত তা নিশ্চিত করতে বলেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড্যান মজিনা বলেন, “আমরা চাই গ্রামীণ ব্যাংকে একজন যোগ্য লোক এমডি হিসাবে মনোনয়ন পাক।”
অর্থমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা (টিইসিএফ) সম্পর্কিত যে চুক্তি হওয়ার কথা ছিল, তা প্রায় চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত বছর ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়। তবে আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনার জন্য গত ডিসেম্বরে একটি আবেদন করেছেন ইউনূস।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...