॥রামু নিউজ রিপোর্ট॥
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি খুনের ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের পুত্র এডভোকেট নোমান বাদি হয়ে গতকাল শনিবার রাত
৯ টায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়ুয়া।
আসামীদের নাম বলতে অপরাগতা প্রকাশ করে ওসি জানান, এ ঘটনায় আরো ২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত ৮টায় আধারঘোনা আনন্দ মার্কেট থেকে এদের আটক করে কালারমারছড়া পুলিশ ফাড়ির সদস্যরা। এরা হলো, কালামারছড়া ইউনিয়নের আধারঘোনার মৌলভী জাবের আহমদের ছেলে আব্দুল হান্নান আজাদ, মৃত চান মূল্লুক সিকদারের ছেলে মোহাম্মদ সৈয়দ। এর আগে জাফর, মামুন, নাজিম নামের আরো ৩ জনকে আটক করা হয়। এ ৫ জন এজাহারভূক্ত আসামী বলে উল্লেখ্য করেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেমকে ১ নং, সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুলকে ২ নং, চেয়ারম্যান প্রতিদ্বন্ধী সেলিম চৌধুরীকে ৩ নং এবং আটক আব্দুল হান্নান আজাদকে এজাহারে ৪ নং আসামী করা হয়েছে।
মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কালারমারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওসমান গণি খুনের ঘটনায় ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নিহতের পুত্র এডভোকেট নোমান বাদি হয়ে গতকাল শনিবার রাত
৯ টায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়ুয়া।
আসামীদের নাম বলতে অপরাগতা প্রকাশ করে ওসি জানান, এ ঘটনায় আরো ২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাত ৮টায় আধারঘোনা আনন্দ মার্কেট থেকে এদের আটক করে কালারমারছড়া পুলিশ ফাড়ির সদস্যরা। এরা হলো, কালামারছড়া ইউনিয়নের আধারঘোনার মৌলভী জাবের আহমদের ছেলে আব্দুল হান্নান আজাদ, মৃত চান মূল্লুক সিকদারের ছেলে মোহাম্মদ সৈয়দ। এর আগে জাফর, মামুন, নাজিম নামের আরো ৩ জনকে আটক করা হয়। এ ৫ জন এজাহারভূক্ত আসামী বলে উল্লেখ্য করেন তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেমকে ১ নং, সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুলকে ২ নং, চেয়ারম্যান প্রতিদ্বন্ধী সেলিম চৌধুরীকে ৩ নং এবং আটক আব্দুল হান্নান আজাদকে এজাহারে ৪ নং আসামী করা হয়েছে।