সোমবার, ২৬ মার্চ, ২০১২

ইসলামাবাদে সড়ক দূর্ঘটনায় ২৫ পর্যটক আহত

॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥   
মহাসড়কের ইসলামাবাদে সড়ক দূর্ঘটনায় মহিলা ও শিশু সহ ২৫ পর্যটক আহত হয়েছে। ২৬ মার্চ দুপুর সাড়ে ১২টায় খোদাইবাড়ী মসজিদ সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়,সোমবার দুপুরে কক্সবাজার থেকে এআই এন্টারপ্রাইজ বাসযোগে ৪৫জন পর্যটক ঢাকার মিরপুরে যাচ্ছিল। বাসটি মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি মসজিদ সংলগ্ন পুকুরে পড়ে যায়। দূর্ঘটনায় মহিলা ও শিশু সহ ২৫জন পর্যটক আহত হয়েছে। পর্যটকরা হচ্ছেন মিরপুর-২ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক-শিকিার ও তাদের পরিবার পরিজন। গত ৪দিন আগে তারা ভ্রমণে কক্সবাজার এসেছিলেন। আহতদের ঈদগাঁওর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...