সোমবার, ২৬ মার্চ, ২০১২

বিদেশি পুত্রবধূকে ঘরে তুললেন মহিউদ্দিন চৌধুরী

॥ রামু নিউজ ডেস্ক ॥ 
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিদেশিনী পুত্রবধূকে ঘরে তুললেন চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আর এ বিয়েতে বরপক্ষ সাক্ষী হয়েছেন চট্টগ্রামের বর্তমান মেয়র এম মন্জুর আলম। গতকাল বাদ জোহর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে প্রথমপুত্র
চৌধুরী মহিবুল আহসান নওফেলের শুভ আক্দ সম্পন্ন হয়। এর আগে পবিত্র কলমা পড়ে মুসলমান হন নওফেলের দীর্ঘকালীন প্রেমিকা এমা, ধর্মান্তরের পর থেকে শ্বশুর মহিউদ্দিন যার নাম দিলেন সিতারা। আক্দ এর পর থেকে সিতারা মহিবুল হাসান চৌধুরী নামেই পরিচিতি পাবেন এমা। পারিবারিক সূত্র আরও জানায়, লন্ডনের 'ইউনিভার্সিটি অব লেস্টার' এ পড়তে গিয়ে আট বছর আগে নওফেলের সঙ্গে সম্পর্ক হয় এমার। সম্প্র্রতি নওফেলের বিয়েকে ঘিরে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন সৃষ্টি হয়। দীর্ঘ সম্পর্কের সূত্র ধরে ব্যারিস্টার নওফেল শেষ পর্যন্ত সামাজিক-ধর্মীয় রীতি মেনে বন্ধনে আবদ্ধ হন ব্যারিস্টার সিতারার সঙ্গে। তিন দিন আগে দেশে আসেন এই বিদেশিনী। গত ১৭ মার্চ তারা লন্ডনে বিয়ে রেজিস্ট্রি করেন। এর আগে ১৪ মার্চ পুত্রবধূকে আনতে যান হাসিনা মহিউদ্দিন। দেশে এসেই তিন দিন নওফেলের ভগি্নপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর খুলশীর বাসায় ছিলেন এই বিদেশিনী। গতকাল দুপুরে হাতে মেহেদির রঙ, পরনে সেলোয়ার-ওড়না নিয়ে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে প্রবেশ করেন এমা। ঘরে ঢুকতেই বাঙালি রেওয়াজে শ্বশুর-শাশুড়ির পদধূলি নেন তিনি। অতঃপর বাড়ির ছাদে জোহরের নামাজ শেষে কলমা পড়ে ধর্মান্তরিত হওয়ার পর পুত্রবধূ হওয়া সিতারাকে নগদ দেনমোহরের পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মহিউদ্দিন ও তার স্ত্রী।
এ সময় বিয়ের সাক্ষী মন্জুর আলমসহ ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। নওফেল এ সময় এক প্রশ্নের জবাবে জানান_ স্ত্রীকে নিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া চাইতে যাবেন। নওফেল চান না তার বিয়ে উপলক্ষে ধুমধাম কোনো অনুষ্ঠান হোক। তবে আগামী ২ এপ্রিল পুত্রের বিয়ে উপলক্ষে ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করছেন মহিউদ্দিন চৌধুরী।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...