সোমবার, ১২ মার্চ, ২০১২

রামুর বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন ভূটানের রাষ্ট্রদুত ডাসুবেপ কিসাঙ্গ

দর্পণ বড়ুয়া ॥
পুরাকীর্তি সমৃদ্ধ রামুর বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ভূটানের রাষ্ট্রদুত ডাসুবেপ কিসাঙ্গ। তিনি স্বস্ত্রীক গতকাল ১২ মার্চ সোমবার সকাল ১০ টায় রামু কেন্দ্রীয় সীমা বিহারে পৌঁছলে রামুর বৌদ্ধ সমাজের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান বৌদ্ধনেতা অলক বড়ুয়া। এসময় তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি,রামু কেন্দ্রীয় সীমা বিহার অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের। সংবর্ধনার জবাবে রাষ্ট্রদুত পন্ডিত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে শ্রদ্ধাদান ও উপহার সামগ্রী প্রদান করেন। তিনি বলেন রামুর বৌদ্ধ পুরাকীর্তি ও ঐতিহ্যের আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, এগুলোর সঠিক রক্ষনাবেক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তাকে সহযোগীতা করেন সীমা বিহারের আবাসিক শীলপ্রিয় থের, প্রজ্ঞানন্দ ভিক্ষু। উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের ট্রাষ্টি সুপ্ত ভূষন বড়ুয়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া (বুলু মেম্বার),রামু নিউজ ডটকমের উপদেষ্টা, সাংবাদিক ও ছড়াকার দর্পণ বড়ুয়া, বৌদ্ধ পরিবহন শ্রমিক নেতা দুলাল বড়ুয়া, রামু যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক পলক বড়ুয়া আপ্পু। পরে তিনি সম্রাট অশোকের স্মৃতি বিজড়িত রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার, জগজ্জ্যোতি চিলড্রেন ওয়েলফেয়ার হোম ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে স্থাপিত ১০০ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তি পরিদর্শন করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...