সোমবার, ১২ মার্চ, ২০১২

কোহেলিয়া নদীতে জলদস্যুদের গুলিতে ২ জেলে আহত

॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥
মহেশখালীর কোহেলিয়া নদীর দণি মোহনায় জলদস্যুর গুলিতে ২ জেলে শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সুত্রে জানায়,গত ১২ মার্চ বিকাল দেড় টায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় হোয়ানক মহুরাকাটার উকিল আহমদের পুত্র গিয়াস উদ্দিন (২০) ও জাবের আহমদের পুত্র সাবের আহমদ (৫০)। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গিয়াস উদ্দিন জানান,
চিহ্নিত জলদস্যু মোহাম্মদ শাহ ঘোনার কালা জাহাঙ্গীর ও স্থানীয় সন্ত্রাসী  টুইট্ট্যার নেতৃত্বে কোহেলিয়া নদীতে লাল পতাকা উত্তোলন করে প্রনিনিয়ত প্রতি ট্টলার থেকে এক হাজার টাকা করে জলদস্যু ভাতা আদায় করে। গত ১২ মার্চ জলদস্যুরা লাল পতাকা প্রদর্শন করার পর তা অমান্য করায় আমাদের ট্রলারকে ল করে গুলি চালিয়ে আমাদের আহত করে।
ধলঘাট ইউনিয়ন পরিষদের এক মেম্বার নাম প্রকাশ না করার শর্তে জানান, এই জলদস্যুদের কারণে আমরা সব সময় আতংকিত হয়ে থাকি। আমাদেরকে প্রতিনিয়ত জলদস্যুদের চাদাঁ দিতে হয়।
এ ব্যাপারে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন ঘটনাটি শুনেছে উল্লেখ করে বলেন অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...