সোমবার, ১২ মার্চ, ২০১২

সরকারের বাধায় জনগণ দমে যায়নি: খালেদা

 ॥রামু নিউজ ডেস্ক॥   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার জন-আতঙ্কে ভুগছে। তাই সমাবেশ করতে বাধা দিয়েছে। কিন্তু বাধা দিয়ে সরকার জনগণকে দমাতে পারেনি। আজ সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।’

সোমবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহাসমাবেশে দেওয়া প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘আমি সমাবেশের ডাক দিয়েছিলাম। মানুষ সমবেত হয়েছে। আমার ডাকে কেউ সাড়া দেবে, কেউ দেবে না। এটি তাদের গণতান্ত্রিক অধিকার। অথচ সরকার ভীত হয়ে সমাবেশ বন্ধ করে দিয়েছে। কিন্তু সরকার তাতে সফল হয়নি।’ 

তিনি বলেন, ‘সরকার সারাদেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। যাতে মানুষ ঢাকায় আসতে না পারে। যাতে সমাবেশে যোগ দিতে না পারে। যোগাযোগ বিচ্ছিন্ন করে না দিলে আজ সারা রাজধানী জনসমুদ্রে পরিণত হতো।’ 

তিনি বলেন, ‘এ সরকারের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। সরকার এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

খালেদা জিয়া বলেন, ‘আমরা আগামীতে বারবার কর্মসূচি দেবো। দেখবো সরকার কতো বার যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে।’

খালেদা জিয়া বলেন, ‘সব সময় বিরোধী দল হরতাল ডাকে। কিন্তু আমাদের সমাবেশকে কেন্দ্র করে সরকার হরতাল ডেকেছে। সরকার ঢাকাকে অচল করে দিয়েছে। গাড়ি চলছে না। কোনো হোটেল, দোকানপাট খুলছে না।’

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা জনগণের ওপর আস্থা রাখি। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, জ্বালাও-পোড়াও, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যাতে আমরা বিশ্বাস করি না। যারা জীবন্ত মানুষকে হত্যা করে এবং একটির বদলে ১০টি লাশ ফেলতে চায়- তেমন রাজনীতি বিএনপি করে না। তাই জনগণের আস্থা ও বিশ্বাস আমাদের ওপর আছে। জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’

তিনি বলেন, ‘দেশের মানুষ চেয়েছে এ সমাবেশ হোক, কিন্তু সরকার ভীত।  সরকার এখন অন্ধ-বধির। তারা চোখে দেখে না, কানে শোনে না। কারণ তাদের পায়ের নিচে মাটি নেই।’ 

খালেদা জিয়া বলেন, ‘সমাবেশ, মিছিল মিটিং গণতান্ত্রিক অধিকার। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। একবার বাকশাল কায়েম করেছিল। আবারও বাকশাল কায়েম করতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে। এক দলীয় শাসনের দিকে গেলে সরকার ভুল করবে। তাদের জবাবদিহি করতে হবে।’

বিএনপি প্রধান বলেন, ‘সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমন চালানো হচ্ছে। কিন্তু এতে বিএনপি ভীত নয়। বিএনপি এতো তাড়াতাড়ি ভীত হবে না।’ 

তিনি বলেন, ‘সরকার নিজের দেশের মানুষের সঙ্গে হানাদার বাহিনীর মতো আচরণ করছে। আটক ও রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। এভাবে ক্ষমতায় থাকা যায় না। এ সরকারের অবস্থা দুর্বল। আবিলম্বে আটককৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...