বুধবার, ৪ এপ্রিল, ২০১২

পেকুয়ায় মহাজোটের শরিক দল জাতীয় পার্টি কেবল কাগজেই

॥এম.কফিল উদ্দিন,পেকুয়া॥  
পেকুয়া উপজেলায় মহাজোটের অন্যতম দল জাতীয় পার্টি কেবল কাগজেই। গত সংসদ নির্বাচনের আগে সারাদেশে যখন বিএনপি সরকারের পতনের রব উঠেছিল, ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ
আওয়ামীলীগের  মঞ্চে উপস্থিত হয়ে মহাজোটের ঘোষনা দেয়। ওই সময় থেকে কেন্দ্রীয় ঘোষিত গুরু দায়িত্ব পালন করে সারাদেশের ন্যায় পেকুয়া উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরাও। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে মহাজোট মতায় এলেও পেকুয়াতে আ’লীগের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে। জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, তাঁরা শুধু শুধই আ’লীগকে সমর্থন দিচ্ছেন। আ’লীগ প্রয়োজেনের সময় তাদের ব্যবহার করেছে। তবে তারা মতায় আসার পর তাদের আর কাছে রাখতে চাইছেনা। দিচ্ছে না কোনো সুযোগ-সুবিধা। বর্তমানের মিটিং-মিছিলে তাদের প্রয়োজন হয় না। পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এম.দিদারুল করিম জানান, মহাজোট মতায় আসার আগে একাধিকবার আওয়ামীলীগের সঙ্গে মিটিং-মিছিল করেছি। মতায় আসার পর থেকে আমাদের আর কোন খবর নিচ্ছে না। এ ব্যাপারে সাবেক ছাত্রনেতা,বর্তমান জেলা জাতীয় পার্টির এ.এম.এমরান আহমেদ জানান, দূর্দিনে সবাই খবর নেয়। আমরাও আ’লীগের ডাকে সাড়া দিয়েছিলাম। কিন্তু সুদিনে কে খবর রাখে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...