বুধবার, ৪ এপ্রিল, ২০১২

ঈদগড় থেকে দুর্ধর্ষ ডাকাত সর্দারকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ

॥মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, রামু॥ 
রামুর ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া থেকে দুর্ধর্ষ এক ডাকাত সর্দারকে আটক করা হয়েছে। তবে ধৃত ব্যক্তিকে রহস্যজনক ভাবে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, রামু থানা পুলিশ অভিযান চালিয়ে করলিয়ামুড়া থেকে ওয়ারেন্টভুক্ত আসামী
স্থানীয় জাফর আলমের পুত্র শাহাব উদ্দিন (৩০)’কে ২ মার্চ রাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, চকরিয়া থানার অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। সচেতন মহল জানান, ধৃত ব্যক্তি একজন অস্ত্র ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত। সে রামুর ঈদগড়, নাই্যংছড়ির গর্জনিয়া ও বাইশারীতে অন্তরালে থেকে পুলিশের সোর্স সেজে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।
রামুর থানার এএসআই কাশেম জানান, ওয়ারেন্ট থাকায় ধৃত ব্যক্তিকে আটক করা হয়েছিল। কিন্তু তাকে ওসি যাছাই-বাছাই করে ওয়ারেন্টের সাথে নামে মিলছে না বিধায় তাকে ছেড়ে দেয়া হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে নজিবুল ইসলাম জানান, যে শাহাব উদ্দিনের নামে ওয়ারেন্ট রয়েছে সে নয় বিধায় ধৃত ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...