॥ নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও ॥
কক্সবাজারের ইসলামপুর অর্নিবাণ সংগঠন আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টে ঈদগাঁওর ইউনিটি ক্রিকেট উয়ারিয়র্স ৭৪ রানে সহজ জয় পেয়েছে। হাজী পাড়া ষ্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলোয়াড়দের অসাধারণ ব্যাটিংয়ে
আল ইত্তেহাদের বিরুদ্ধে তারা এ জয় পায়। খেলায় অধিনায়ক শরীফুল ইসলাম (রনি) টসে জিতে ব্যাট করতঃ নির্ধারিত ১৮ ওভারে ১৪৭ রানের টার্গেট ছুঁেড় দেয়। টার্গেট তাড়া করতে গিয়ে আল ইত্তেহাদ ক্রিকেট একাদশ শুরুতে শুভ সূচনা করলেও ইউনিটির প্রতিভাবান বোলার শচীন, জিয়ারু, রনি, মুন্না, এহছান, মিন্টুদের চমৎকার বোলিং এ্যাটাকে নির্ধারিত ১৮ ওভারের আগে ৭৩ রান করতে সম হয়। জিয়ারু ৪৬ রান ও ২ উইকেট লাভ করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। অন্যান্য খেলোয়াড়রা হলো মোঃ হারুন, একরাম, ফয়েজ, আবদু রাজ্জাক, জনি ও টনি। খেলায় উপস্থিত ছিলেন ইউনিটির উদ্যোক্তা ও আহবায়ক মোঃ ইব্রাহিম, জাবেরুল ইসলাম, খোরশেদ আলম, ছৈয়দ আলী, মনছুর ও স্পন্সর মিজানুর রহমান। সহকারী টিম ম্যানেজার মিজানুরের নেতৃত্বে বিজয়ী দল মাঠে উপস্থিত হয়।কক্সবাজারের ইসলামপুর অর্নিবাণ সংগঠন আয়োজিত ক্রিকেট টূর্ণামেন্টে ঈদগাঁওর ইউনিটি ক্রিকেট উয়ারিয়র্স ৭৪ রানে সহজ জয় পেয়েছে। হাজী পাড়া ষ্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলোয়াড়দের অসাধারণ ব্যাটিংয়ে