বুধবার, ৪ এপ্রিল, ২০১২

টেকনাফে আড়াই লাখ টাকার চোরাইপণ্য জব্দ

॥নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার ॥
টেকনাফে পৃথক অভিযানে আড়াই লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালায় বিজিবি। বিজিবি সূত্র জানায়, সদর ও হ্নীলা বিওপি’র বিজিবি জওয়ানরা নাফ নদীর আড়াই নাম্বার সøইশ গেইট সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে মনিহারি ও প্রসাধনী সামগ্রীসহ ৪৩ হাজার ৫শ’ টাকার চোরাইপণ্য এবং হ্নীলা দরগাহ ষ্টেশন থেকে একিট চাঁদের গাড়ী ভর্তি ২ লাখ ২শ’ টাকার মূল্যের ৯১০ কেজি স্ক্র্যাব আটক করে। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেন।


  

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...