বুধবার, ৪ এপ্রিল, ২০১২

লো-ভোল্টেজ বিদ্যুৎ : রামুর চার গ্রামের দুশতাধিক গ্রাহক বিপাকে

॥ রামু নিউজ রিপোর্ট ॥
     লো-ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহের কারনে সমস্যায় পড়েছে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সিপাহীর পাড়া, নাথ পাড়া, হাজারিকুল, রামপাড়া গ্রামের দুইশতাধিক পরিবার। লো-ভোল্টেজ বিদ্যুতের কারনে ইলেক্ট্রনিক্স সামগ্রী নষ্ট সহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায়
এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানায় রামু বিদ্যুৎ সরবরাহ অফিস।  
সিপাহীর পাড়া গ্রামের গ্রাহক প্রাবন্ধিক আকতারুল আলম জানান, রামু বিদ্যুৎ সরবরাহ কর্তৃপ হতে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যবহার করে আসতেছেন তিনি। কিন্তু কিছু দিন ধরে লোডশেডিং এবং লো- ভোল্টেজ হওয়ার কারনে বাড়িতে টিভি, ফ্রিজ, মোটর পাম্প ব্যবহারসহ ইলেক্ট্রনিক্স জিনিসপত্র ব্যবহার করা যাচ্ছেনা। এডভোকেট হোছাইন আহমদ আনসারী জানান, বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামার কারনে ইতিমধ্যে তাঁর বাড়ির একটি ফ্রিজসহ পার্শ্ববর্তী আরও কয়েকটি বাড়ির টিভি, ফ্রিজ নষ্ট হয়েছে।
অধ্যাপক রফিকুল আলম চৌধুরী জানান, লো-ভোল্টেজের কারনে বর্তমানে বাসাবাড়িতে মোটর পাম্প ব্যবহার করে পানি তোলাতো দূরের কথা গরমে বৈদ্যুতিক পাকা ব্যবহার করা যাচ্ছেনা।
রামু বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী আবদুল ওয়ালি জানান, ওই এলাকায় লো- ভোল্টেজ সমস্যা সমাধানে ২২০ ভোল্টেজ লাইনকে ৪৪০ লাইনে উন্নীত করতে হবে। অতিরিক্ত গ্রাহক হওয়ার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উর্দ্বতন কর্তৃপকে জানানো হবে।

প্রেরক ঃ হাসান তারেক মুকিম, রামু। ৪.৪.১২


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...