বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

ঈদগাঁও রাজাইল্ল্যা বেড়িবাঁধে স্পার ও বল্লি স্থাপন শুরু

॥মোঃ রেজাউল করিম,ঈদগাঁও ॥
ঈদগাঁও ভোমরিয়াঘোনা রাজাইল্ল্যা বিল সংলগ্ন নদীর ভাঙ্গন রোধে নির্মিত হচ্ছে বেড়িবাঁধ। ইতোমধ্যে বালির স্পার নির্মাণ ও বল্লি স্থাপন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে  ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ১ কিলোমিটার এ বাঁধ নির্মাণ করা হচ্ছে। অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী, হাট-বাজার উন্নয়ন প্রকল্প ও বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় নির্মিতব্য বাঁেধর কাজ শেষ হলে এলাকার ৩ হাজার পরিবারের চাষাবাদ কার্যক্রম সহজতর হবে। পাহাড়ী ঢল ও বন্যার পানি থেকে রা পাবে এলাকার সহায়-সম্পত্তি। শীতকালীন শাক-সবজি ও তে-খামার  নদীর পানি থেকে সুরা পাবে। শুষ্ক মৌসুমে ধান্যজমি ও তে-খামারে পানির সেচ দেয়া যাবে। রাজাইল্ল্যাবাসীর দুঃখ হিসাবে পরিচিত অগ্রাধিকার ভিত্তিক এ প্রকল্পের জন্য ২০ মেট্রিক টন গম ও বরাদ্দ দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ৪ এপ্রিল বাঁধে বালির স্পার নির্মাণ ও বল্লি স্থাপনের কার্যক্রম পুরোদমে শুরু হয়। উক্ত কার্যক্রম সরেজমিন প্রত্য করেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, মেম্বার প্রিয় রঞ্জন পাল, মোহাম্মদ আবদুল হাকিম, কেফায়েত উল্লাহ কেফা, স্থানীয় আ’লীগ সভাপতি মুসলিম মেম্বার, কমিউনিটি পুলিশিং সভাপতি আবুল কাসেম সহ গণ্যমান্য মুরব্বিবৃন্দ। আগামী এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কার্যক্রম সম্পন্ন হবার আশা করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...