বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের টনক নড়েনি এখনও.....

॥ওবাইদুল হক নোমান ॥ 
কক্সবাজার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা চরম ঝুঁকি নিয়ে বাসযোগে রামু থেকে কক্সবাজার যায়। গত ৩ এপ্রিল রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় ফুটবল দলের ম্যানেজার
মাষ্টার মুফিজকে জানানো হলে তাৎনিক বাসের ছাদ থেকে ছাত্রদের নামিয়ে ফেলে। কিন্তু ৫ এপ্রিল আবারও ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠে ছাত্রদের স্টেডিয়ামে যেতে দেখলে রামুর সচেতন মহল শিকদের অবহেলা বলে ধারনা করেন। সম্প্রতি ঘটে যাওয়া মিরসরাই ট্রাজেডিতে অর্ধশতাধিক ছাত্রের মৃত্যুর ঘটনা রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের এখনও টনক নড়েনি বলে মন্তব্য করেছেন অনেকে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...