বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

চাকমারকুল ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শনে দেশের প্রথম মহিলা ব্যারিষ্টার রাবেয়া ভুঁইয়া

॥ অর্পণ বড়ুয়া,রামু ॥
রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন বাংলাদেশের ১ম মহিলা ব্যারিস্টার ও বাংলাদেশ লিগ্যাল এড সার্ভিসেস ট্রাস্ট (বাস্ট) এর মেম্বার ড. রাবেয়া ভুঁইয়া। পরিদর্শন শেষে চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মুফিদুল আলমের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া বলেন ইউনিয়ন ভিত্তিক গ্রাম আদালতে ছোট ছোট মামলাগুলোর নিষ্পত্তির কারনে দেশের গরীব মানুষেরা আইনী সেবা পাচ্ছে এবং উচ্চ আদালতের মামলার দীর্ঘ সূত্রিতার হয়রাণী থেকে রা পাচ্ছে। চাকমারকুলের মানুষ ভোট দিয়ে উচ্চ শিতি দ চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি তাদের রুচির প্রশংসা করেন এবং গ্রাম আদালতের কার্যক্রমে সন্তোষ্টি প্রকাশ করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাস্ট কেন্দ্রীয় সমন্বয়কারী (তদন্ত) আব্দুল মালেক, প্রশিক এড. আশীষ দে, প্রোগ্রাম অফিসার মোঃ হাশেম, সুপার ভাইজার তানজিনা ছিদ্দিক, চাকমারকুল ইউপি সচিব সরূপা পাল, ইউপি মেম্বার মোঃ ইউসুফ, মোঃ হাছান, মোস্তাক আহাম্মদ, ফরিদুল আলম, মহিলা ইউপি সদস্য আল মর্জিনা, মরিয়ম বেগম ও চাকমারকুল গ্রাম আদালতের কোর্ট সহকারী সেলিনা আকতার প্রমূখ।  চেয়ারম্যান মুফিদুল আলমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধান অতিথি গ্রাম আদালতের কার্যক্রম ২৫ হাজার টাকা থেকে ১ ল টাকায় উন্নিত করার জন্য ঢাকা ট্রাস্টি বোর্ডে সুপারিশ ও বাস্তবায়ন করার আশ্বাস দেন। প্রধান অতিথি মামলা সংক্রান্ত বিভিন্ন নথিপত্রের খোঁজখবর নেন।  


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...