বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

রামুতে পরকিয়ার টানে ঘর ছেড়েছে ৩ সন্তানের জননী


॥ রামু নিউজ রিপোর্ট ॥
রামুতে পরকিয়া প্রেমের টানে ঘর ছেড়েছে তিন সন্তানের জননী। কক্সবাজারের রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকায় পরকিয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,
উপজেলার উত্তর শ্রীকুল এলাকার জালাল আহাম্মদের পুত্র জানে আলমের সাথে গত ২০০১ সালে উপজেলার কাউয়াকোপ ইউনিয়নের পূর্বমনিরঝিল এলাকার মোহাম্মদ হাশেমের কন্যা ফাতেমা আক্তারের (২৬) সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দুই জনের সুখের সংসারে পরপর ৩টি সন্তানের জন্ম হয়। সম্প্রতি ৬/৭ মাস পূর্বে রামু পূর্বমেরংলোয়া সিরাজুল ইসলামের পুত্র সাদ্দাম হোসেন (২৪) জানে আলমের সাথে পূর্ব পরিচয়ের সুত্র ধরে তাদের বাড়িতে যাতায়ত শুরু করে। এক পর্যায়ে সাদ্দাম হোসেন নিয়মিত আসা যাওয়ার পথ সুগম করতে জানে আলমের স্ত্রী ফাতেমা আক্তার তার ধর্মের বোন বলে এলাকায় প্রকাশ করে। এ বিষয়ে জানতে চাইলে জানে আলম জানান, সে রামু আমিন এসোসিয়েশনের সাধারন সম্পাদক সার্ভেয়ার মোহাম্মদ হোসাইন সানীর আফিস ম্যানেজার। বিগত ৬/৭ মাস আগে সে  সিএনজি চালক থাকা অবস্থায় পিকআপ ড্রাইভার সাদ্দাম হোসেনের সাথে তার পরিচয় হয়। বড় ভাইয়ের মত সম্মান দেখালে সাদ্দাম হোসেনর সাথে ভাল সর্ম্পকের সৃষ্ঠির সুবাদে সে কয়েকবার বাড়িতে আসা যাওয়া করে। পরবর্তিতে আমি বাড়িতে না থাকা অবস্থায়ও সাদ্দাম বিভিন্ন সময় গোপনে বাড়িতে এসে ফাতেমা আক্তারের সাথে মেলা মেশা শুরু করে। এলাকায় ধর্মের ভাই প্রকাশ করায় এলাকাবাসীর চোখে পড়লেও বিষয়টি কেউ খারাপ ভাবে নেয়নি। এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীর থেকে গভীরে চলে গেলে গত ৩১মার্চ দুপুর ২টার দিকে ফাতেমা ধর্মের ভাই পরিচিত সাদ্দামের হাত ধরে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা আমার চিকিৎসার জন্য রাখা ৭৫ হাজার নগদ টাকা ও ২ ভরি স্বর্ণালকার নিয়ে যায়। সে আরো জানান, পালানোর সময় ফাতেমা বাড়িতে ২ মেয়ে রেখে দুগ্ধপোষ্য ছেলে সন্তানটি নিয়ে যায়। এ ব্যাপারে রামু থানায় ডাইরী করা হয়েছে  (নং-৭৫৭)। এ ঘটনায় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে। 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...