বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

রামুর কুখ্যাত ‘চোর বাবু’ আটক : মেম্বারের জিম্মায় খালাস

॥ মিজানুল হক,রামু ॥
রামুতে একাদিক চুরির ঘটনায় অভিযুক্ত পিচ্চি চোর বাহিনীর বাবু চোরা পুলিশের হাতে আটক হয়েছে। জানা গছে, গতকাল ৪এপ্রিল মধ্যরাতে রামু ফুলেস্বরী নার্সারীর মালিক কিশোর কুমার ময়নার অভিযোগের ভিক্তিতে রামু থানার
উপ-পরিদর্শক মশিউর রহমান অভিযান চালিয়ে এলাকাবাসীর সহযোগীতায় বাবু চোরকে আটক করতে সক্ষম হয়। আটক বাবু রামু উপজেলার ফতেঁখারকুল ইউনিয়নের হাইটুপী এলাকার ভুতপাড়া গ্রামের ছেহের আলীর পুত্র। এদিকে সামাজিকভাবে বিচার করতে আটকের পর গতকাল ৫এপ্রিল (বৃহস্পতিবার) সকালে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। একাদিক চুরিতে অভিযুক্ত বাবু চোরকে আবারো স্থানীয় ইউপি সদস্যের হাতে হস্থান্তর করায় এলাকায় ক্ষোভের সৃষ্ঠি হয়। হাইটুপী ভুতপাড়া এলাকার স্থানীয় দোকানদার মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল গফুর, নুরুল হক, মোহাম্মদ শাহাজাহান, নবাব মিঞা, শামশুল হুদা, লিয়াকত আলী জানান, এলাকায় পিচ্চি চোর বাহিনী নামে পরিচিত চোর দলের বাবু চোর (১৯) সহ তাদের সংঘবদ্ধ চোরদলের সদস্য এলাকার আবুতাহের বাবুর্চির বড় ছেলে সাইমুন (১৭), মৃত রশিদ আহাম্মদের ছেলে আব্দুছ ছালাম শিয়াল (১৭), প্রবাসী আবুল হোসেনের ছেলে আমানুল্লাহ(বাটাম) (১৮) সহ  অজ্ঞাত সংঘবদ্ধ চোরদের উৎপাতে এলাকার মানুষ অতিষ্ঠ। চুরি করতে গিয়ে ধরা খাওয়ায় স্থানীয় ভাবে এদের বিরুদ্ধে ইতিমধ্যে এলাকায় অসংখ্যবার বিচার বাসানো হয়। পাড়ার ভেতরে চোরের সহযোগী মফিজুর রহমানের দোকানেই চোরের দল মধ্যরাত পর্যন্ত আডা দিয়ে সময় কাটায়। এলাকাবাসী আরো জানান, গত কয়েক মাসের ব্যাবধানে বাবু, সাইমুন, শিয়ালসহ তাদের দল শামশুল আলমের বাড়ি থেকে সিএনজি গাড়ির বেটারী ও টায়ার, হাজ্বী মোহাম্মদ আলীর বাড়ি থেকে মটর ও খামার থেকে দেশী মুরগী, ছপর আলমের বাড়ি থেকে নগদ ৫৩০০ (পাঁচ হাজার তিনশত টাকা), কিশোর কুমারের জেদি পাড়াস্থ নার্সারী থেকে পানির ড্রাম, মটর, ও টেবিল ফ্যান, আব্দুল গফুরের পল্ট্রী খামার থেকে মটর ও মোবাইল, মোহাম্মদ শাহাজাহানের পল্ট্রী ফার্ম থেকে পানির মটর, নুরুল হকের বাড়ি থেকে পানির মটর, স্তানীয় দোকানদার শহীদুল্লার দোকান থেকে মোবাইল ও টাকা চুরি( যা এখনো বিচারধীন)সহ এলাকায় অসংখ্য চুরির ঘটনা ঘটায় এই চোর দল। বাগানের সুপারী, টিউবয়েল, পানির মটরসহ প্রতিনিয়ত চোরের আতংকে ভুগছে এলাকার সাধারন মানুষ। এদিকে গত ১ এপ্রিল (রবিবার) রাত ২টায় নবাব মিঞার ভাড়া বাসা থেকে ঘর-সিং (ঘরের মাটি কুড়ে) দিয়ে মোবাইল ও সাড়ে তিন হাজার টাকা নিয়ে পালানোর সময় ধরা পড়ে সাইমুন ও আব্দুছালাম শিয়াল। তাদের বিরুদ্ধে একাদিক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন জানান, ইতিমধ্যেই এই চুরদলের অনেক বিচার করা হয়। তারা আমার এলাকার আব্দুল করিম সওদাগরের বাড়ি থেকেও তারা মটর চুরি করেছে। শেষ বারের মত সুযোগ দিয়ে বাবুকে থানা থেকে স্থানীয় ভাবে বিচারে আনা হয়েছে। থানায় অভিযুগকারী ময়না জানান, পুলিশ বাবু চোরকে ধরার তার বাগান থেকে চুরি হওয়া একটি পানির ড্রাম ফিরিয়ে দিয়েছে তার পরিবার। বাকি সামগ্রীর ব্যাপারে আজ সন্ধ্যায় স্থাণীয়দের নিয়ে শালিস বাসাবে স্থনীয় মেম্বার। এলাকাবাসী এই সংঘবদ্ধ চোরদের উপদ্রব থেকে রেহায় পেতে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবীতে উর্ধতন প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...