বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১২

রামু রশিদনগরে উচ্ছেদ অভিযান : বিক্ষুব্দ ব্যবসায়ীর প্রতিবাদ সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রামুতে উপজেলা প্রশাসন রশিদ নগর বাজারে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৪০ টি অবৈধ ভাবে গড়ে উঠা দোকান ঘর উচ্ছেদ করেছে। গতকাল ৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শহীদ মোঃ ছাইদুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এদিকে এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টায় বাজার প্রাঙ্গনে স্থানীয় ব্যাবসায়ী মহল তাৎনিক বিক্ষোভ ও  প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্ব নির্ধারিত কোন নোটিস বিহীন আকস্মিক অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে ইউএনও ছাইদুল হক প্রায় ৪০টি দোকান ঘর উচ্ছেদ করেছে।  এক শ্রেনীর স্বার্থন্বেষী মহলের ইন্ধনে এ উচ্ছেদ চালিয়ে তাদের এই হীনস্বার্থের প্রতি সর্মথন জুগিয়েছে ইউএনও। এ অভিযানের ফলে উচ্ছেদের শিকার ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে যা কোন সভ্য ও বিকেকবান মানুষের কাম্য  নয়। রশিদ নগর বাজার কমিটির সভাপতি মুবিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান নজিবুল আলম চৌধুরী,সাবেক চেয়ারম্যান জাফর আলম ,জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু,বজল আহমদ বাবুল, সাবেক মেম্বার শাহ আলম,ব্যবসায়ী শফিকুর রহমান,নাছির উদ্দিন,মহিউদ্দিন । প্রতিবাদ সভা  চলাকালে  রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বক্তব্যে বলেন, নিয়ম তান্ত্রিক ভাবে সরকারী জায়গায়  অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযানের পক্ষে কিন্তু পূর্ব কোন নোটিশ বিহীন আকস্মিক এ উচ্ছেদ অভিযান কোন ভাবে কাম্য নয়। এসমস্ত অভিযানে  শুধু ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়  নাই ,এটি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করারও একটি অপপ্রয়াস। এদিকে  রামু  তেচ্ছিপুল ও কলঘর বাজারেও উচ্ছেদ অভিযান চলাকালে স্বজনপ্রীতির অভিযোগ ও পূর্ব নোটিশ বিহীন উচ্ছেদ অভিযানের ফলে রামুর সচেতন মহল ও ব্যবসায়ীদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...