বুধবার, ৪ এপ্রিল, ২০১২

টেকনাফে অনিবন্ধিত দু’মোটর সাইকেল আটক

॥নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার ॥  
টেকনাফে অনিবন্ধিত দু’মোটর সাইকেল আটক করেছে বিজিবি। বুধবার সকাল ৮টা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অভিযানটি চালানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়,
শাহপরীরদ্বীপ ও সদর বিওপি’র বিজিবি জওয়ানরা অনিবন্ধিত নাম্বারবিহীন দু’মোটর সাইকেল আটক করে। এ ঘটনায় অনিবন্ধিত মোটর সাইকেল ব্যবহার করার অপরাধে শাহপরীরদ্বীপের আবদুল মোতালেবের দু’পুত্র দেলোয়ার হোসাইন ও জাহাঙ্গীর আলমকে পলাতক আসামী করে থানায় মামলা রুজু করা হয়।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...