রবিবার, ২৫ মার্চ, ২০১২

মহেশখালীতে সমুদ্র বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


॥প্রেস বিজ্ঞপ্তি ॥
মহেশখালীতে দৈনিক সমুদ্রবার্তার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । এই উপল্েয গতকাল ২৫ মার্চ সকাল ১১ টায় উপজেলা চত্তর থেকে এক বনাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদনি করে মহেশখালী প্রেসকাব  প্রাঙ্গনে এসে  শেষ হয়। দৈনিক সমুদ্র বার্তার মহেশখালী প্রতিনিধি এম ছালামত উল্লাহর নেতৃত্বে  অনুষ্টিত র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সমুদ্র বার্তার সহকারী সম্পাদক
কামাল উদ্দিন, সমুদ্র বার্তা চিফ রির্পোটার জাবেদ আবেদীন শাহিন, দৈনিক ইনকিলাব ও কক্সবাজার স্টাফ রির্পোটার জয়নাল আবেদীন, মাই টিভির কোষ্টাল প্রতিনিধি মাহবুব রোকন, দৈনিক সমকাল ও দেশবিদেশ প্রতিনিধি মোহাম্মদ শাহাব উদ্দিন, দৈনিক জনকষ্ঠ ও ইনানী প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক আজকের কক্সবাজার প্রতিনিধি আবুল বশর পারভেজ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি  এম রমজান আলী, দৈনিক সৈকত প্রতিনিধি আব্দু রশিদ , দৈনিক সমুদ্র কণ্ঠ ও পিটিবি নিউজ প্রতিনিধি এম বশির উল্লাহ, দৈনিক আমারদেশ প্রতিনিধি মকছুদুর রহমান,দৈনিক দৈনন্দিন প্রতিনিধি মাও: রুহুল কাদের, হারুনুর রশিদ , সাবেক পৌর কমিশনার ছৈয়দুল ইসলাম, আব্দুর রহিম বাদশা মো: শাহ আলম, মো: রিদোয়ান, ছাত্রশিবির উপজেলা সভাপতি আজিজুর রহমান , হাজ্বী হারুনুর রশিদ , ছৈয়দ হোসেন, নজরুল ইসলাম, আবুল হাসান, আব্দুল গফুর প্রমুখ। এছাড়া ও পেশাজীবি, রাজনৈতিক ও বিভিন্ন শিা প্রতিষ্টানের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...