রবিবার, ২৫ মার্চ, ২০১২

রামু স্বাস্থ্য কমপ্লেক্সে সিএইচসিপি প্রশিক্ষন উদ্বোধন কালে সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া : গরীবের সেবায় কমিউনিটি ক্লিনিকে কর্মী নিয়োগসহ পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা হয়েছে

॥ দর্পণ বড়ুয়া ॥
কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিকে সদ্য নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার( সিএইচসিপি) প্রশিক্ষন আরম্ভ হয়েছে। গত ২৫ মার্চ রবিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিন মাসের মৌলিক প্রশিক্ষনের উদ্বোধন করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া। এসময় তিনি বলেন, জনগনের দোরগোড়ায়
স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কমিউনিটি কিনিক গুলো স্থাপিত হয়েছে। বর্তমানে কিনিক গুলোতে সিএইচসিপি কর্মী নিয়োগসহ পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা হচ্ছে। গরীব মানুষের জন্য বরাদ্ধকৃত এ ঔষধগুলো প্রকৃত রোগীদের কাছে সুষ্ট বন্টন, স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে রোগ সম্পর্কে জনগনের সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনায় উদ্বুদ্ধ করন, ইপিআই, প্রসুতি সেবাসহ যাবতীয় কাজ সুষ্টভাবে সম্পাদনের জন্য   সিএইচসিপিদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, সিএইচসিপিদের কর্মদক্ষতা, সততা, নিষ্ঠার মাধ্যমে জনগনের আস্থা অর্জনের উপরই নির্ভর করছে কমিউনিটি ক্লিনিকের ভবিষ্যৎ। প্রতি ছয় হাজার মানুষের জন্য বর্তমান সরকার পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। রামু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোহাম্মদ ইউছুপ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসলেমা খাতুন, প্রধান হিসাব রক্ষক সুভাস শর্মা, পরিসংখ্যানবিদ পংকজ পাল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দর্পণ বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, এমটিইপিআই আলী আকবর, ভারপ্রাপ্ত টিএলসিএম দীপংকর বড়ুয়া ধীমান প্রমুখ। পরে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া রামু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে এনজিও সংস্থা জীরু ক্লাব ফুটের জন্মগত পা-বাঁকা রোগীদের চিকিৎসা সেবা ও ম্যালেরিয়া প্রজেক্টের কার্যক্রম পরিদর্শন করেন।


এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...