॥মহসীন শেখ, কক্সবাজার ॥
টেকনাফে পৌণে ৬ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে
সদর বিওপি’র কোম্পানী কমান্ডার ফজলুর রহমানসহ বিজিবি জওয়ানরা পৌর এলাকার চৌধুরী পাড়া এলাকার মৌলভী জহিরের বাড়ীতে অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ জহিরুল ইসলাম বাবুকে (২৩) আটক করে।
রবিবার সকাল ১১টার দিকে আটককৃতকে থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
টেকনাফে পৌণে ৬ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে
সদর বিওপি’র কোম্পানী কমান্ডার ফজলুর রহমানসহ বিজিবি জওয়ানরা পৌর এলাকার চৌধুরী পাড়া এলাকার মৌলভী জহিরের বাড়ীতে অভিযান চালিয়ে ৫ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ জহিরুল ইসলাম বাবুকে (২৩) আটক করে।
রবিবার সকাল ১১টার দিকে আটককৃতকে থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।