॥রামু নিউজ রিপোর্ট॥
রামুতে বৌদ্ধ বিহারের জায়গা দখলকে কেন্দ্র করে পর পর দু'দফা সন্ত্রাসী হামলার ঘটনা সংগঠিত হয়েছে। জানা গেছে ২৪ মার্চ শনিবার দুপুর ১ টায় রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা
কেন্দ্রের জায়গা দখলের উদ্দেশ্যে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেট চক্রের সদস্য মৃত অন্তপ্রু বড়ুয়ার ছেলে মধু বড়ুয়া (৩৪), লুধু বড়ুয়া (৩৬) অধির বড়ুয়া (৩৮), সুধির বড়ুয়া (৪২) ও স্বামী পরিত্যাক্ত স্ত্রী তাজলী বড়ুয়া (৩৭) ও লুধু বড়ুয়ার স্ত্রী প্রভা বড়ুয়া (৩১), অধির বড়ুয়ার স্ত্রী সাগরী বড়ুয়া (৩৩)সহ
৩০/২৫ জনের একটি গ্রুপ বিহারের জায়গা দখলের উদ্দেশ্যে সশস্ত্র ভাবে হামলা চালায়। তাদের হামলায় অলসেন বড়ুয়া (বাবু), রূপায়ন বড়ুয়া (টারজেন), রিগ্যান বড়ুয়া (কালু), মিঠন বড়ুয়াসহ অনেকেই আহত হন। খবর পেয়ে রামু থানার এসআই এস.এম মিজানুর রহমান ফোর্সসহ তাৎনিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সম হন। পরে বিকাল ৫ টার দিকে উল্লেখিত ভূমিদস্যুরা দলবদ্ধ হয়ে পুনরায় বিহার কমিটির সদস্যদের উপর আক্রমন চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। স্থানীয় জন প্রতিনিধি মেম্বার আবুল বশর এ ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ,ক্ষোভ প্রকাশ করেছেন। ওই চক্রটি এর আগেও একাধিক ভূমি দস্যুতার ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনার মধ্যে উল্লেখযোগ্য, রামু-মরিচ্যা পুরাতন আরকান সড়কের ডান পাশে অবস্থিত অসহায় বিধবা মনি বালা বড়ুয়ার জায়গা দখল এবং নিরর বৃদ্ধা শান্তি বালা বড়ুয়াকে প্রতারণার ফাঁদে ফেলে বয়স্ক ভাতা উত্তোলন করে দেওয়ার কথা বলে রামু সাব-রেজিষ্ট্রী অফিসে নিয়ে শান্তি বালার মাতৃক সূত্রে প্রাপ্ত জমি রেজিষ্ট্রীসহ তাদের বিরুদ্ধে অসংখ্য ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে। সংগঠিত ঘটনায় হাজারীকুল গ্রামে উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় রামুসহ কক্সবাজার জেলার সচেতন বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। এসব চিহ্নিত জবর দখলকারী ভূমিদস্যুদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন বৌদ্ধ সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের সুশীল সমাজের ব্যক্তিবর্গ। রামুতে বৌদ্ধ বিহারের জায়গা দখলকে কেন্দ্র করে পর পর দু'দফা সন্ত্রাসী হামলার ঘটনা সংগঠিত হয়েছে। জানা গেছে ২৪ মার্চ শনিবার দুপুর ১ টায় রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বৌদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা
কেন্দ্রের জায়গা দখলের উদ্দেশ্যে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু সিন্ডিকেট চক্রের সদস্য মৃত অন্তপ্রু বড়ুয়ার ছেলে মধু বড়ুয়া (৩৪), লুধু বড়ুয়া (৩৬) অধির বড়ুয়া (৩৮), সুধির বড়ুয়া (৪২) ও স্বামী পরিত্যাক্ত স্ত্রী তাজলী বড়ুয়া (৩৭) ও লুধু বড়ুয়ার স্ত্রী প্রভা বড়ুয়া (৩১), অধির বড়ুয়ার স্ত্রী সাগরী বড়ুয়া (৩৩)সহ