রবিবার, ২৫ মার্চ, ২০১২

কক্সবাজারে বাণিজ্য মেলার নগ্ন নৃত্যের আসর বন্ধ করতে গিয়ে ম্যাজিষ্ট্রিট নাজেহাল

॥মহসীন শেখ, কক্সবাজার॥  
কক্সবাজার শহরের পর্যটন গলফ মাঠে অনুষ্ঠিত বাণিজ্য মেলার চলছে জমজমাট জুয়া ও নগ্ন নৃত্যের আসর। গত শুক্রবার দিবাগত রাত ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম ও রাজিবুল আলম মেলায় প্রবেশ করে অশ্লীল নৃত্য পরিবেশনের দৃশ্য
স্বচক্ষে প্রত্যক্ষ করেন।এ সময় অভিযান চালিয়ে নগ্ন নৃত্যের আসর বন্ধ করে দিলে মেলা কমিটির ভাড়াটে একদল সন্ত্রাসী কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট এর উপর হামলার চেষ্টা চালায় এবং ম্যাজিষ্ট্রেটকে নাজেহাল করে। পরে র‌্যবা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পর্যটন শহর কক্সবাজারের পর্যটন গলফ মাঠে বাণিজ্য মেলায় জুয়া, মদ এবং এক ধরণে নারীদে দিয়ে নগ্ন নৃত্যের আসর পরিচালনার অভিযোগ শুরু থেকে। গত ৪ মাস ধরে এ মেলা চলছে। এতে প্রতিদিন নানা অনিয়ম-অবিচার ও অবৈধ কর্মকান্ডের বিষয়টি জানাজানি হলে গত ১৮ মার্চ কক্সবাজার জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব বাণিজ্য মেলার অভ্যন্তরে জুয়া ও দুটি বিচিত্রা অনুষ্ঠানের নামে পরিচালিত নগ্ন নৃত্যের আসরে অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে জুয়া খেলা পরিচালনাকারী শহরের বাহারছড়া এলাকার ইসমাঈল সহ অন্যরা পালিয়ে যায়। অপরদিকে বিচিত্রা অনুষ্ঠানের নামে দুটি পৃথক স্থানে পরিচালিত নগ্ন নৃত্যের আসরে অভিযান চালানোর সময় ওই সব আসর পরিচালনাকারী শহরের বাহারছড়া এলাকার তোফায়েল, এস কামাল, নাছির, মান্নান, ওবায়েদ, আজিজ, হেলাল সহ অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে জিয়া ও মুকুল নামের দুই জনকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তাদেরকে শর্ত দেয়া হয় যে, বিচিত্রা অনুষ্ঠানে অশ্লীল কোন নৃত্য পরিবেশন করা যাবেনা।
কিন্তু শুক্রবার রাতে ফের নগ্ন নৃত্য ও জুয়া খেলা পরিচালনা করার খবর পেয়ে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ও রাজিবুল আলম মেলায় প্রবেশ করেন।
প্রত্যক্ষদশীরা জানিয়েছেন, ঘটনাস্থলে ম্যাজিষ্ট্রেট ঢুকে অশ্লীল নৃত্য পরিবেশনের দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এসময় ম্যাজিষ্ট্রেটদ্বয় এসব অশ্লীল নৃত্যের আসর বন্ধ করে দেয়ার নির্দেশ দিলে কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা সন্ত্রাসীদের গডফাদার কাদের, বাহারছড়া এলাকার তোফায়েল, কামাল, নাছির, মান্নান, ওবায়েদ, ইসমাঈল, শফি সহ একদল উশৃংখল যুবক সন্ত্রাসী কায়দায় ম্যাজিস্ট্রেটদ্বয় এর উপর হামলার চেষ্টা চালায় এবং তাদের নাজেহাল করে।
পরে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে এসে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
কক্সবাজার জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, বাণিজ্য মেলায় বিচিত্রা অনুষ্ঠানে গিয়ে অশ্লীল নৃত্যের প্রমান পাওয়া যায়। এসময় তা বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হলে একদল উশৃংখল যুবক সন্ত্রাসী কায়দায় ম্যাজিষ্ট্রেটদের লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ করে এগিয়ে আসার চেষ্ঠা করলে তাদেরকে পুলিশ ধাওয়া করে। পরে র‌্যাব ঘটনাস্থলে আসলে তারা সকলেই পালিয়ে যায়। এর পর দুটি বিচিত্রা অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...