রবিবার, ২৫ মার্চ, ২০১২

২৭ মার্চ ৫০তম বিশ্ব নাট্যদিবস

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ॥ 
কাল ২৭ মার্চ ৫০তম বিশ্ব নাট্য দিবস। এলক্ষ্যে কক্সবাজারের নাট্য সংগঠন গুলোও বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচী হাতে নিয়েছে। তন্মধ্যে কক্সবাজারের অন্যতম নাট্য সংগঠন কক্সবাজার থিয়েটার ২৭ মার্চ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে
সকাল ৯টায় নাট্যকর্মী সমাবেশ, র‌্যালী ও নাটকের গান। বিকাল ৪টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভা ও বাংলাদেশের থিয়েটার চর্চার আলোকে উল্লেখযোগ্য ৫টি মঞ্চ নাটকের মাল্টিমিডিয়া প্রদর্শনী। এছাড়াও ৫০তম নাট্য দিবসকে স্মরণিয় করতে কক্সবাজার থিয়েটার সন্ধ্যে সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দর্শক নন্দিত নাটক ‘টু ইডিয়টস্’ এর ৫০তম প্রদর্শনী মঞ্চায়ন করবে। রুশ গল্পকার সালতিকভ শেচদ্রিন’র গল্প অবলম্বনে মুল নাটকটি রচনা করেছেন উপমহাদেশের বিশিষ্ট নাট্যকার চন্দন সেন। রূপান্তর ও নির্দেশনায় স্বপন ভট্টাচার্য্য। উল্লেখ থাকে যে, কক্সবাজার জেলায় কোন মঞ্চ নাটকের এটাই হবে প্রথম বারের মত ৫০তম প্রদর্শনী। বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে বাণী দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও নির্দেশক জন মালকোভিচ। বিশ্ব নাট্যদিবস-২০১২। বিশ্ব নাট্যদিবসের পঞ্চাশৎ বার্ষিকীতে অভিনন্দন-বাণী প্রদানের জন্য মনোনীত করে আন্তর্জাতিক থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) আমাকে সম্মানিত করেছে। সাথী নাট্যকর্মী, বন্ধু ও সুহৃদজনের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে নিবেদন করছি।

কামনা করি আপনাদের কর্ম যেন হয়ে ওঠে প্রভাবসঞ্চারী ও মৌলিক। যেন হয়ে ওঠে সুগভীর, মর্মস্পর্শী, ধ্যানমগ্ন ও অভিনব। মানুষ হয়ে-ওঠার তাৎপর্য কি, এই প্রশ্ন নিয়ে আলোড়িত হতে যেন তা সহায়ক হয়, এবং সেই ভাবনা যেন ¯œাত হয় হৃদ্যতা, আন্তরিকতা, অকপটতা ও মাধুর্য দ্বারা। আপনি যেন ছাপিয়ে উঠতে পারেন সব ধরনের বিরূপতা, নিয়ন্ত্রণ, অভাব ও বিশ্বাসহীনতা, নিশ্চিতভাবে অনেকেই বাধ্য হবেন এমত সব প্রতিকূলতা মোকাবিলা করতে। প্রতিভা ও শ্রমপরায়ণতার আীশর্বাদধন্য হয়ে আপনারা যেন বিবিধ জটিলতা নিয়ে স্পন্দমান মানবহৃদয় সম্পর্কে আমাকে দীক্ষিত করতে পারেন এবং এই কর্মকে নিজ জীবনসাধনা করে তোলার মতো বিনয় ও অনুন্ধিৎসা অর্জন করেন। আপনাদের মধ্যে যারা উত্তম তারা যেন-কেননা এটা কেবল পারবেন আপনাদের মধ্যকার শ্রেষ্ঠজনেরা, এবং সে ক্ষেত্রেও তাদের মধ্যকার অল্প ক’জন এবং তারাও কেবল দুর্লভ ও সংক্ষিপ্ততম কোনো মুহুর্তকালের জন্য-সফলতার সাথে মেলে ধরতে পারেন সবচেয়ে মৌলিক জিজ্ঞাসা, “আমরা কেমন করে বাঁচি”?

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...