রবিবার, ২৫ মার্চ, ২০১২

টেকনাফে লবণবোঝাই ট্রাক উল্টে হেল্পার আহত

॥ নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার ॥ 
টেকনাফে লবণবোঝাই ট্রাক উল্টে হেলপার আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের উৎপাদিত লবণ ঢাকায় পৌঁছানোর জন্য একটি  ট্রাক (ঝিনাইদহ-ট-১১-০৯৫৪) ভাড়া করে। লবণবোঝাই করে
ঢাকা নিয়ে যাওয়ার পথে স্থানীয় জালিয়া পাড়া রাস্তার পাশে ট্রাকটি উল্টে যায়। ওসময় ট্রাকে চালকসহ অপর ৩ জন নিরাপদ দূরত্বে সরে যেতে পারলেও হেলপার আলী আহমদ (৩৫) লবণভর্তি বস্তার নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। আহত হেলপার ঝিনাইদহ সোনারধর এলাকার মৃত আব্দুল বারীর পুত্র বলে জানা যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে প্রেরণ করে। 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...