রবিবার, ২৫ মার্চ, ২০১২

বঙ্গবন্ধুর কন্যার মত প্রধানমন্ত্রী পাবেন না......জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী

॥মোঃ রেজাউল করিম, ঈদগাঁও॥
ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রীর মাদ্রাসার সংবর্ধনা সভায় কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী বলেছেন দেশে অনেক প্রধান মন্ত্রী দেখবেন তবে বঙ্গবন্ধুর কন্যার মত প্রধানমন্ত্রী পাবেন না। তিনি বর্তমান প্রধান মন্ত্রীর প্রশংসার কথা উল্লেখ করে বলেন
তার দ ও বিচনতায় বাংলাদেশ মায়ানমারের সীমানা বিরোধ সফল ভাবে সম্পন্ন করেছে এবং সীমানার বিশাল অংশ বাংলাদেশের অনুকুলে চলে এসেছে। তাছাড়া রেল লাইন সহ ভারত বাংলাদেশের সীমানার মত বিরোধ ও ইতিমধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিচ্ছে। এদাঞ্চলের ধর্মীয় শিা আধুনিকতাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নে চেষ্টা অব্যাহত রাখব। ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে তিনি বলেন, তোমরাই হবে আগামী দিনের দেশ গড়ার কারীগর সুতরাং সৎ এবং ধর্মীয় শিা অর্জন করে ডিজিটাল বাংলাদেশ তোমাদেরকে এগিয়ে আসতে হবে। ২৪ মার্চ দুপুরে মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মাওলানা হেফাজত উল্লাহ নদভী ও অধ্যাপক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ.কে আহমদ হোসাইন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মনিরুল আলম চৌধুরী, ঈদগাঁও সদর চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, জালালাবাদ চেয়ারম্যান মাষ্টার আমান উল্লাহ ফরাজী,ইসলামাবাদ চেয়ারম্যান নুরুল হক। অনুভুতি প্রকাশ করেন পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিছ মোহাম্মদ আবদুল্লাহ, স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন ইসলামাবাদ এ,জি লুৎফুল কবির বালিকা মাদ্রাসার সুপার মোহাম্মদ ছৈয়দ। মানপত্র পাঠ করেন শিক ছৈয়দ আলম। মান্যগণ্যদের মধ্যে ছিলেন এস.টি.এম রাজা মিয়া, মাষ্টার সেলিম উল্লাহ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব কবির আহমদ কোং, শাহজাহান চৌধুরী, চৌফলদণ্ডী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিব উল্লাহ,পোকখালী আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম, জাহানারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক গিয়াস উদ্দিন। বৃহত্তর ঈদগাঁওর ৯ টি দাখিল মাদ্রাসার সুপারগণ মোস্তাক আহমদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরা হলেন ইসলামপুর মাদ্রাসার সুপার নজির আহমদ,মমতাজুল উলুম ফরিদিয়া দাখিল মাদ্রাসার সুপার জসিম উদ্দিন, নাই্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার সুপার জমিলুর রহমান, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার নুরুল আলম আখতারী, এ,জি লুৎফুল কবির বালিকা মাদ্রাসার সুপার মোহাম্মদ ছৈয়দ,নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার বেলাল উদ্দিন, গোলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিছ মোহাম্মদ আবদুল্লাহ,উম্মেহানি দাখিল মাদ্রাসার সুপার মৌলানা মোক্তার আহমদ ও মরিয়াম বেগম দাখিল মাদ্রাসার সুপার মঈন উদ্দিন। এছাড়া ঈদগাঁও ইউনিয়নের মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বার জন্নাতুল ফেরদৌস,মেম্বার মিনতী বিশ্বাস, মেম্বার মোহাম্মদ রশিদ, মেম্বার ছুরুত আলম, মেম্বার সেলিম উল্লাহ সিরাজী, মেম্বার কেফায়েত উল্লাহ কেফা, মেম্বার প্রিয় রঞ্জন পাল, মেম্বার আবদুল হাকিম,সিরাজ বাঙ্গালী। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সংবর্ধিত খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী ও অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজক কমিটির দায়িত্বে ছিল মাদ্রাসার অধ্য হেফাজত উল্লাহ নদভী,মাওলানা আবদু ছালাম,মাওলানা আবু বক্কর,মাষ্টার আবদু ছালাম,মৌলানা নুরুল আলম ও মাষ্টার বেলাল উদ্দিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শরিফুল আলম ও মাষ্টার আবদু ছালাম।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...