॥ এম ছালামত উল্লাহ, মহেশখালী ॥
মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে দ্বীপের ৩ আলোচিত ডাকাত গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানায় ,উপজেলার কালারমারছড়ার এলাকায় সম্প্রতি গনপিটুনিতে নিহত বজল বাহিনীর ৩ সহযোগী ডাকাত কে মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়–য়া ও এসআই এরশাদ গত ২৪ মার্চ ভোররোতে ঝাপুয়ার পাহাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার মুসলিম মিয়ার পুত্র আবুল বশর(২৮), মাইজ পাড়ার জাবের আহমদের পুত্র আবু হোবাইব প্রকাশ আবু(২৭) ও নলবিলার গুরা মিয়ার পুত্র আবু জাফর(৩৫)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে বজল বাহিনীর সহযোগী ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে বলে জানান।
মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে দ্বীপের ৩ আলোচিত ডাকাত গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানায় ,উপজেলার কালারমারছড়ার এলাকায় সম্প্রতি গনপিটুনিতে নিহত বজল বাহিনীর ৩ সহযোগী ডাকাত কে মহেশখালী থানার ওসি রনজিত কুমার বড়–য়া ও এসআই এরশাদ গত ২৪ মার্চ ভোররোতে ঝাপুয়ার পাহাড়ী এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে একই ইউনিয়নের আফজালিয়া পাড়ার মুসলিম মিয়ার পুত্র আবুল বশর(২৮), মাইজ পাড়ার জাবের আহমদের পুত্র আবু হোবাইব প্রকাশ আবু(২৭) ও নলবিলার গুরা মিয়ার পুত্র আবু জাফর(৩৫)।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া বলেন দীর্ঘদিন ধরে চেষ্টা করে বজল বাহিনীর সহযোগী ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে বলে জানান।