রবিবার, ১৮ মার্চ, ২০১২

খালেদার নেতৃত্বে সংসদে বিএনপি

॥ রামু নিউজ ডেস্ক ॥  
টানা ৮৩ দিন নবম জাতীয় সংসদে অনুপস্থিত থাকার পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রধান বিরোধী দল বিএনপি জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছে। রোববার বিকেলে ৫টার দিকে সংসদীয় কমিটির বৈঠক শেষে দলটি সংসদ অধিবেশনে যোগ দেয়।
এর আগে রোববার বিকেল সোয়া চারটার দিকে বিএনপির সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় বিরোধী দলীয় কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিকেল চারটার দিকে খালেদা জিয়া জাতীয় সংসদ ভবনে এসে পৌঁছেন। বিএনপি দলীয় সংসদ সদস্যরা সবাই মিটিংয়ে উপস্থিত ছিলেন। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় আটক সালাউদ্দিন কাদের চৌধুরী বৈঠকে হাজির হতে পারেননি।
 

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...