॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥
ট্রাব স্বাধীনতা সম্মাননা ’১২ এর জন্য মনোনিত হয়েছে কক্সবাজারের মেয়ে সামিয়া বিনতে এসাদ। আগামী ২১ মার্চ ঢাকা শিশু একাডেমী অডিটরিয়ামে বিকাল ৫টায় বিশ্ব বাঙ্গালি সম্মেলন পরিষদ ও বাংলাদেশ টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত স্বাধীনতা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সামিয়াকে কবিতা আবৃত্তিতে সম্মাননা প্রদান করা হবে। সামিয়া ঈদগাঁও ইসলামাবাদ এলাকার আওয়ামীলীগ নেতা এসাদুল হক চৌধুরী, ও রাফিয়া এসাদ’র দ্বিতীয় কন্যা। সে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী।
বর্তমানে তারা স্ব-পরিবারে উত্তর রুমালিয়ার ছড়া এলাকায় বসবাস করে আসছে। সামিয়া বিনতে এসাদ এ পর্যন্ত কবিতা আবৃত্তিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে যে সফলতার ধারা অুন্ন রেখেছে সে সফলতার সার্টিফিকেটগুলো আয়োজকদের বরাবর পাঠানো হলে জুরি বোর্ড সেগুলো যাচাই বাচাই করে সামিয়াকে কবিতা আবৃত্তিতে ট্রাব স্বাধীনতা সম্মাননায় ভূষিত করে। এ পর্যন্ত সামিয়া কবিতা আবৃত্তিতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়। এদিকে এ বিরল সম্মানে সামিয়া তার শিক-শিকিা, বন্ধু-বান্ধবসহ সকলকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়েছে এবং সকলের নিকট দোয়া কামনা করেছে।