রবিবার, ১৮ মার্চ, ২০১২

আপনার অলংকার যখন শত্রু

॥প্রজ্ঞানন্দ ভিক্ষু‍‍‍‍‌‌॥  
চুরি, ডাকাতি আমাদের দেশের নিত্য দিনের ঘটনা মাত্র। চুরির ঘটনা বেশির ভাগ রাত্রি বেলায় ঘটে থাকে। কিন্তু এখন দিনের বেলায় ও কম হচ্ছে না । এক চোর জিজ্ঞাসা বাদে স্বীকারোক্তি দিয়েছেন, সুযোগ পেলে কিবা রাত্রি কিবা দিন
পুলিশ, মেয়র কারো বাসা বাদ পড়ে না। আর ডাকাতির ঘটনা তো হরহামেশা হচ্ছে। চুরি ডাকাতির ঘটনায় ধন সম্পত্তি লুটপাট হলেও প্রাণহানি কিংবা জখম হওয়ার ঘটনা কদাচিৎ ঘটে থাকে। কিন্তু ইদানিং যে শব্দটি সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে সেটি হল ছিনতাই। বিশেষ করে মহিলারাই বেশি ছিতাইয়ের শিকার হচ্ছেন। ছিনতাই কালে কখনো মারাত্নক দূর্ঘটনাও ঘটছে। এই যেমন কোন পথচারী রিক্সাযোগে ব্যাগ হাতে কোথাও যাচ্ছেন। ততক্ষণে পেছন থেকে ছুটে আসা মটর সাইকেল আরোহী ছিনতাইকারী ব্যাগ ধরে সজোরে টান দিয়েছেন। ফলে চেপে ধরে থাকা ব্যক্তি রিক্সা থেকে ছিটকে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। অনেক সময় মহিলারা স্বর্ণালংকারে সজ্জিত হয়ে বাড়ির বাইরে যাচ্ছেন। তারা অলংকার প্রদর্শনের ইচ্ছায় অনেকে খোলামেলা ভাবে চলেন। ছিনতাইকারী ছোঁ মারার সাথে সাথে কান ও গলায় মারাতœক ভাবে জখম হচ্ছে অলংকার ব্যবহারকারী মহিলারা।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...