রবিবার, ১৮ মার্চ, ২০১২

ফলোআপঃ চৌফলদন্ডীতে শিশু হত্যার ঘটনায় মামলা

 ॥ মোঃ রেজাউল করিম, ঈদগাঁও ॥
    কক্সবাজারের চৌফলন্ডীতে নির্মমভাবে নিহত শিশু আরিফ উল্লাহ লালু হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৬ মার্চ রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহত শিশুর পিতা দিন মজুর ফরিদুল আলম। মামলা নং ৪৯/১২। এতে প্রতিবেশী ৮ জনকে আসামী করা হয়েছে। আসামীরা হচ্ছে চৌফলদন্ডী ঘোনা পাড়ার
মুজিবুর রহমান স্বপন, আবদুল মালেক, রফিকুল ইসলাম, আল আমিন, দিলারাজ বেগম, ছৈয়দুল হক, তার স্ত্রী হামিদা বেগম ও দুদু মিয়া। এ মধ্যে রফিকুল ইসলাম ও আল আমিন আটক হয়েছে। অন্যরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এ দিকে অভিযুক্ত প্রধান আসামী মুজিবুর রহমান স্বপনের পরিবার গতকাল বৃহত্তর ঈদগাঁওতে মাইকিং করে যে, তার পুত্র আবদুল্লাহ ১৬ মার্চ থেকে অপহৃত হয়েছে। এর মাধ্যমে তারা এর আগের দিন নিহত শিশুর পরিবারকে মামলায় জড়ানোর জন্য এ রকম অপহরণের নাটক সাজিয়েছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশের এস আই শওকত হোসেন ইসলামপুর নতুন অফিস এলাকাস্থ মুজিবুর রহমান স্বপনের নিকট আত্নীয় মুন্নির শ্বশুর বাড়ীতে অভিযান চালায়। এতে মুন্নি ও অন্যান্যরা পুলিশের চাপে স্বীকার করে যে, আব্দুল্লাহ অপহৃত হয় নি। ঘটনার আগের রাতে মুজিবের স্ত্রী দিলারাজ বেগম, শিশু আব্দুল্লাহ এবং মুন্নি চৌফলদন্ডী থেকে উক্ত বাড়ীতে এসে অবস্থান করে। এ সময় স্থানীয় মেম্বার শাহ আলম এবং দফাদার আমির হোসেন ও চৌকিদার কবির আহমদ সহ অন্যান্য লোকজন উপস্থিত ছিলেন।  পুলিশী অভিযান টের পেয়ে দিলারাজ ও শিশু আব্দুল্লাহ অন্যত্র সরে যায়। এ সময় শিশুর স্কুল ও তার মায়ের বোরকার সন্ধান পায় অভিযান কারীরা। এ দিকে সাজানো এ অপহরণ নাটকের ঘটনায় নিহত শিশু আরিফ উল্লাহ লালুর পিতা কক্সবাজার মডেল থানায় একটি জিডি করেছেন ।

এক সপ্তাহে ১২ টি উন্নয়ন প্রকল্পের নকশা অনুমোদন দীর্ঘ ১১ মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু

মহসীন শেখ॥   দীর্ঘ এগার মাস পর কক্সবাজারে নকশা অনুমোদন দেয়া শুরু হয়েছে। গত এক সপ্তাহে বিভিন্ন ডেভেলপার কোম্পানীর ১২ টি উন্নয়ন প্রকল্পের ...