॥ মহসীন শেখ, কক্সবাজার॥
দৈনিক জনকণ্ঠের কক্সবাজার জেলা
প্রতিনিধি ও দৈনিক পূর্বেকাণ এর নিজস্ব সংবাদদাতাএইচএম এরশাদের মাতা জুবেদা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার
সকাল ৭টায় কক্সবাজারস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর। তিনি ৪
পুত্র, ৩ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। দুপুর ২টায় বালুখালী
দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে
তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। সাংবাদিক এরশাদের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু নিউজ ডটকমের প্রধান সম্পাদক নীতিশ বড়ুয়া, সম্পাদক মিজানুল হক ও বার্তা সম্পাদক সোয়েব সাঈদ। এছাড়া রাজনৈতিক,
সামাজিক ও পেশাজীবি বহু সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও মরহুমের
পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন।